Tara-Veer Breakup Rumour

বীর-তারার সম্পর্কও কি ‘টক্সিক’? আগামী ছবির পোস্টার ভাগ করে কি সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

বীর-তারার প্রেম ভাঙা নিয়ে গুঞ্জন চলছেই। তার মধ্যেই আগামী ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১২:৫৭
Share:

‘টক্সিক’-এর মতোই কি বিষাক্ত বীর পাহাড়িয়া-তারা সুতারিয়ার সম্পর্ক? ছবি: সংগৃহীত।

বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমে আছেন তারা সুতারিয়া? আপাতত এই প্রশ্নে সরগরম বলিউড। গায়ক এপি ঢিল্লোঁর অনুষ্ঠানে প্রকাশ্যে গায়কের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতাই নাকি সমীকরণ ভাঙার নেপথ্য কারণ! এমন গুঞ্জনের মধ্যেই তাঁর আগামী ছবি ‘টক্সিক’-এর পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement

ব্যস, সঙ্গে সঙ্গে নতুন আলোচনা শুরু। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে অভিনেত্রী সমাজমাধ্যমে সক্রিয় হওয়ায় বলিউডে কৌতূহল, বীর আর তারার সম্পর্ক কি ছবির মতোই ‘টক্সিক’? সেটাই কি অভিনেত্রী আভাসে বোঝাতে চাইলেন?

অভিনেত্রী অবশ্য ছবির পোস্টার ভাগ করে নেওয়ার বাইরে টুঁ শব্দ করেননি। প্রেম ভাঙা নিয়ে কথা বলেননি তিনি। একই ভাবে মুখ খোলেননি বীরও। তবে অন্য বারের মতো তিনি তারার ছবির পোস্টার ভাগ করে নেননি। ছবি প্রসঙ্গেও কোনও বক্তব্য রাখেননি সমাজমাধ্যমে।

Advertisement

এ বার প্রশ্ন, আদৌ কি প্রেম ভেঙেছে বীর-তারার? বিচ্ছেদের গুঞ্জন ছড়ানোর পরেও এমন আলোচনা চলছে।

তার কারণও আছে। যে ঝলক দেখে বীর-তারার প্রেম ভাঙার খবরে ছয়লাপ সমাজমাধ্যম, সেখানেই নেটপ্রভাবী ওরী আরও একটি ঝলক ভাগ করে নিয়েছেন। দেখা গিয়েছে, ঢিল্লোঁর সঙ্গে তারা যখন ঘনিষ্ঠ, তখন পাশে ছিলেন বীর। তিনিও গায়ক এবং অভিনেত্রী প্রেমিকার সঙ্গে উল্লাসে মেতেছিলেন। ফলে, যে কারণে প্রেম ভাঙা নিয়ে এত গুঞ্জন সেটি ঠিক নয়। ওরীর ভাগ করে নেওয়া ঝলকটি বীরও তাই ভাগ করে নিয়েছিলেন।

প্রসঙ্গত, বিচ্ছেদের গুজব ছড়ানোর আগে, তারা এবং বীর সমাজমাধ্যমে তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। দীপাবলি উপলক্ষে, ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কয়েকটি ছবি ভাগ করেন যুগলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement