র্যাপার বাদশা। ছবি: সংগৃহীত।
সত্যিই কি পাকিস্তানের নাগরিকের সঙ্গে যোগ রয়েছে র্যাপার বাদশার? অবশেষে মুখ খুললেন তিনি। তাঁর সহযোগী দলের তরফ থেকে দেওয়া হল দীর্ঘ বিবৃতি।
খবর ছড়িয়েছিল, আগামী ১৯ সেপ্টেম্বর আমেরিকায় একটি অনুষ্ঠান করতে চলেছেন বাদশা। এই অনুষ্ঠানের আয়োজক সংস্থাটি চালান কয়েক জন পাকিস্তানি নাগরিক। এর পরেই এফডব্লিউআইসিই-এর (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) পক্ষ থেকে তাঁর কাছে আসে সাবধানবার্তা। পাশাপাশি, নেটাগরিকের কটাক্ষেরও শিকার হন তিনি। এ বার বাদশার সহযোগী দলের তরফ থেকে জানানো হয়, সেই অনুষ্ঠানের আয়োজক সংস্থা আমেরিকারই একটি ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংস্থা। খুব স্বচ্ছ ভাবেই বাদশার সঙ্গে অনুষ্ঠান সংক্রান্ত কথাবার্তা ও চুক্তি হয়েছে তাঁদের। আমেরিকায় পর পর বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বাদশার। এই সঙ্গীতসফরের আয়োজক মনীশ সুদ নামে এক ব্যক্তি।
সেই বিবৃতিতে আরও বলা হয়, “সাংস্কৃতিক আদানপ্রদানের মধ্যে একতা তৈরি করার লক্ষ্যে বাদশা অনড়।” নৈতিকতা বজায় রেখেই সমস্ত কাজ করেন বাদশা। দাবি সহযোগী দলের।
গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়েছে চাপানউতর। এমনকি, ভারতে নিষিদ্ধ হয়েছেন পাক শিল্পীরা। আবার দেশের শিল্পীরা যাতে পাকিস্তানের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ না করেন, সেই নির্দেশও রয়েছে। এর মধ্যেই খবর ছড়িয়েছিল, পাকিস্তানি নাগরিকদের আয়োজিত অনুষ্ঠানে থাকবেন বাদশা। তাই তাঁকে ফের এই নির্দেশের কথা মনে করিয়েছিল এফডব্লিউআইসিই।
কিছু দিন আগেই একই রকম ঘটনা ঘটে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে। অভিযোগ ছড়িয়েছিল, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। খবর ছড়াতেই কটাক্ষের শিকার হন কার্তিক। তবে অভিনেতার সহযোগী দলের তরফ থেকে বলা হয়েছে, এমন কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর।