Nisha Rawal

‘মা-ছেলের সম্পর্ককে খারাপ নজরে দেখছে’, পুত্রের সঙ্গে বিতর্কিত ভিডিয়ো নিয়ে সরব নিশা

ভিডিয়োয় সমস্যা কী ছিল? ছবিশিকারিদের সামনে ছবি তুলছিলেন নিশা। হঠাৎই তাঁর সাত বছরের পুত্র এসে তাঁকে জাপটে ধরে। শিশুসুলভ ভঙ্গিতেই মায়ের বুকে চুম্বন করে সেই বালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৬:৩৯
Share:

বিতর্কিত ভিডিয়ো নিয়ে অবশেষে সবর নিশা। ছবি: সংগৃহীত।

হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ নিশা রাওয়াল। কিছু দিন আগেই অভিনেত্রীর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই ভিডিয়োর জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। ভিডিয়োয় সমস্যা কী ছিল? ছবিশিকারিদের সামনে ছবি তুলছিলেন নিশা। হঠাৎই তাঁর সাত বছরের পুত্র এসে জাপটে ধরে তাঁকে। শিশুসুলভ ভঙ্গিতেই মায়ের বুকে চুম্বন করে সেই বালক। এই ভিডিয়ো দেখেই রে-রে করে ওঠেন নেটাগরিকেরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিশা।

Advertisement

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “লজ্জা হওয়া উচিত ওই লোকগুলোর যারা মা-ছেলের সম্পর্ককে খারাপ নজরে দেখে। ওদের মনের মধ্যেই দোষ রয়েছে। তাই এই নিয়ে আর কোনও মন্তব্যই করতে চাই না। এর চেয়ে বেশি আমি আর কীই বা বলতে পারি?”

ওই বিতর্কিত ভিডিয়ো দেখে এক নিন্দক কটাক্ষ করে বলেছিলেন, “ছেলে তো খুব ছোট নয়। এখনও সহবৎ শেখেনি। কখন কী ভাবে স্পর্শ করতে হয়, কিছুই শেখানো হয়নি ওকে?” আর একজন লেখেন, “একেবারে কোলের শিশু তো নয়। এগুলো কি প্রচারের আলোয় আসার জন্য করলেন?” তবে নিশার হয়েও সরব হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তাঁদেরও দাবি ছিল, এইটুকু বাচ্চাকে নিয়ে এই বিতর্ক তৈরি করার কোনও প্রয়োজনই নেই।

Advertisement

এর আগেও বিতর্কে জড়িয়েছেন নিশা। ২০২১ সালে নিজের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গৃহ হিংসার অভিযোগ এনেছিলেন তিনি। মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। কর্ণের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও এনেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement