পরিচালক অয়ন সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।
মঞ্চে অভিনয়, তার পরে শুটিং সেটে পর্যবেক্ষক, তার পরে ধারাবাহিকে অভিনয়। এই ভাবে ধাপে ধাপে টেলিপাড়ায় নিজের জমি শক্ত করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। গত কয়েক বছরে তাঁর পরিচালিত একগুচ্ছ ধারাবাহিক দেখেছেন দর্শক। কিন্তু ছোট পর্দার পরিচালকদের নিয়ে খুব বেশি আলোচনা কোনও দিনই হয় না। কিন্তু অয়নকে নিয়ে আলোচনা কেন? পরিচালনার কাজ পাচ্ছেন না তিনি, সেই কারণেই টালিগঞ্জ অঞ্চলে একটি খাবার স্টল দেন তিনি। তার পর থেকে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক। অনেকে তাঁর সেই খাবার স্টল থেকে ছবিও পোস্ট করেছেন। কেউ কেউ আবার ভিডিয়ো করেছেন। সেই ভিডিয়ো দেখেই এখন ইন্ডাস্ট্রিতে অনেকেই যোগাযোগ করেছেন পরিচালনার জন্য। কিন্তু তেমন কাজ করতে রাজি নন অয়ন। কেন?
আনন্দবাজার ডট কমকে পরিচালক বললেন, “ভাইরাল অয়নকে কেউ ব্যবহার করুক আমি চাই না।” তবে পেশাগত দিক থেকে তিনি যে সমস্যার মধ্যে রয়েছেন সে কথা জানার পরে অভিনয়ের অনেক সুযোগ আসছে তাঁর কাছে। অয়ন বলেন, “হয়তো প্রযোজকদের মনে হয়েছে, পরিচালক হিসাবে আমি সঠিক নই।” হাতে কাজ ছিল না বলে নিজের চেনা গণ্ডীর অনেককেই বলে রেখেছিলেন অয়ন। ভাল কোনও কাজের সুযোগ থাকলে তাঁর সঙ্গে যেন যোগাযোগ করে। তবে পর পর তাঁকে ধারাবাহিকে অভিনয় করতেই দেখা গিয়েছে। এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। থিয়েটারের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে তাঁর পথ চলা শুরু। তার পর অনেক চরাই-উতরাই গিয়েছে। কিন্তু এখন কি অভিনয় করে খুশিতে আছেন অয়ন? পরিচালক বললেন, “দুধের সাধ ঘোলে মেটাচ্ছি।”