Entertainment News

মোনালিসার বিয়ে, পাত্র কে জানেন?

খলনায়িকার চরিত্রে তিনি দর্শকদের ভালবাসা পেয়েছেন। বাস্তবে সেইমোনালিসা এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র কে, জানেন?

Advertisement

মৌসুমী বিলকিস

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১০:০৮
Share:

হবু স্বামীর সঙ্গে মোনালিসা।

জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর পরিচিত মুখ তন্দ্রা, ওরফে মোনালিসা। খলনায়িকার চরিত্রে তিনি দর্শকদের ভালবাসা পেয়েছেন। বাস্তবে সেই মোনালিসা এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র কে, জানেন?

Advertisement

মোনালিসা বললেন, “আমাদের একেবারে ছোটবেলার প্রেম। ক্লাস সিক্সে যখন পড়ি, তখন থেকে। একই স্কুলে পড়তাম, একই প্রাইভেট টিউটরের কাছে যেতাম। হাইস্কুলে উঠে আমরা আলাদা হয়ে যাই। ও লন্ডনে পড়তে চলে যায় চার-পাঁচ বছরের জন্য। তারপর চাকরি সূত্রে কলকাতার বাইরেই থেকেছে। এখনও বাইরে থাকে।ইন্ডাস্ট্রির একেবারে বাইরের লোক। আমার হবু বরের নাম বিশ্বজিৎ সরকার। ও আইটি প্রফেশনাল। আমি হ্যাপি যে এতদিনে আমরা বিয়ের সিদ্ধান্ত নিতে পেরেছি।”

আগামী ১৯ নভেম্বর মোনালিসার বিয়ে। তার পরও কলকাতায় থেকেই কাজ চালিয়ে যাবেন অভিনেত্রী। এখনও তিনি শুটিং করছেন পুরোদমে। তা হলে, বিয়ের প্রস্তুতি সামলাচ্ছেন কি করে? মোনালিসার কথায়, “ফ্যামিলির সঙ্গে আমার বন্ডিং এত ভাল যে, এসব নিয়ে আমাকে ভাবতেই হচ্ছে না। পরিবারের মানুষদের সহযোগিতা আছে বলেই আমি কাজ করতে পারি। বিয়ের যাবতীয় কাজ বাবা, মা আর বোন সামলাচ্ছে। আমার বিয়ের প্ল্যানিং পুরোটাই বোন সামলাচ্ছে। পুরো দায়িত্ব ওর। তার মধ্যেই বোনের একটু মন খারাপ যে আমি চলে যাব, অন্য একটা ফ্যামিলির সদস্য হয়ে যাব।”

Advertisement

আরও পড়ুন: ছেঁড়া জিন্স পরে বিপদে দেব! দেখুন কী হল…

আরও পড়ুন: ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!

বিয়ের জন্য ১০-১২ দিনের ছুটি নিচ্ছেন মোনালিসা। তার মধ্যেই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখছেন। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement