দেবের পরনে ছেঁড়া জিন্স। না, ছেঁড়া রয়েছে নায়ক তা খেয়াল করেননি, এমন নয়। বরং ইচ্ছে করেই ছেঁড়া জিন্স পরে বেরিয়েছিলেন তিনি। কারণ ছেঁড়া জিন্স তো এখন ফ্যাশনে ইন। কিন্তু তাতেই বিপদে পড়লেন তিনি!
আসল ঘটনাটি ঠিক কী? কেন বিপদে পড়লেন দেব?
আসলে সম্প্রতি একটি অনুষ্ঠানে দেবকে ছেঁড়া জিন্স পরে থাকতে দেখে এগিয়ে এসেছিলেন ঊষা উত্থুপ। এমনকি ছুঁচ-সুতো নিয়ে দেবের ছেঁড়া জিন্স সেলাইও করতে শুরু করে দেন তিনি। ছেঁড়া জিন্স পরার জন্য দেবকে ধমকও দেন। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব স্বয়ং।