Thalapathy Vijay

‘ওঁদের মুখ চোখের সামনে ভেসে উঠছে’, পদপিষ্টের ঘটনায় কত ক্ষতিপূরণ দিচ্ছেন থলপতি বিজয়?

বিজয় সম্প্রতি চলচিত্র জগৎ থেকে সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল অঘটন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩
Share:

থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

নায়ককে কাছ থেকে দেখার মুহূর্তের উত্তেজনায় প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন মহিলা-সহ ৩৯ জনের। হাসপাতালের আইসিইউয়ে ভর্তি ৫১ জন। আহত শতাধিক। শনিবারের রাতে তামিলনাড়ুর করুর ভ্যালি সাক্ষী থাকল এক ভয়াবহ ঘটনার। বড়পর্দার নায়ক থলপতি বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতির আঙিনায় পা দিয়েছেন। তৈরি করেছেন নতুন দল তামিলাগা ভেটরি কাজ়াগম। শনিবার ওই দলের জনসভায় এই দুর্ঘটনায় মর্মাহত বিজয়। এ বার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন অভিনেতা।

Advertisement

প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাঁদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। মাত্রাছাড়া ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। তার পরেই ঘটে যায় অঘটন।

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার মৃতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লক্ষ টাকা। যাঁকে ঘিরে এমন ঘটনা ঘটে গেল, সেই বিজয় জানিয়েছেন, মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লক্ষ টাকা।

Advertisement

এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আমি যাঁদের সঙ্গে দেখা করেছি তাঁদের সকলের মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাঁদের প্রতি। একই সঙ্গে সকলের দুঃখ ভাগ করে নিতে চাইছি।’’ যদিও এ সবের মাঝে বিজয়ের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement