Thalapathy Vijay

থলপতি বিজয়ের বাড়িতে রাখা হয়েছে বোমা! ছুটল ‘বম্ব স্কোয়াড’, এখন কোথায় আছেন অভিনেতা?

পদপিষ্টের ঘটনায় আহতদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। কিন্তু, কিছুতেই থামছে না অশান্তি। থলপতি বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি ফোন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:৫২
Share:

থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

তামিলাগা ভেটরি কাজ়াগম-এর (টিভিকে) প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে। এই ঘটনার পর নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শীঘ্রই করুরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। এ ছাড়াও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু থামছে না অশান্তি। এ বার, অভিনেতার বাড়িতে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি ফোন।

Advertisement

খবর, রাত তিনটে নাগাদ একটি ‘ভয়েস মেল’ আসে তাঁর কাছে। সেখানে জানানো হয়, অভিনেতার চেন্নাইয়ের বা়ড়িতে নাকি বোমা আছে। তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ‘বম্ব স্কোয়াড’ অভিনেতার বাড়িতে আসে। তন্নতন্ন করে বাড়ির তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি অভিনেতার বাড়ি থেকে। প্রথমে বাড়ির বাইরে তল্লাশি চালানো হয়। পরে অভিনেতার বাড়ির অন্দরেও তল্লাশি চালায় পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। সে রাজ্যের পুলিশ সূত্রে খবর, মাত্র ১০ হাজার মানুষ ধরতে এমন স্থানে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি যে অত্যন্ত ব্যথিত, সে কথাও জানিয়েছেন। বিজয় বলেন, ‘‘অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement