Raghav Juyal Struggle Days

‘ভাঙা ফ্রিজেই রাখতাম অন্তর্বাস’, মুম্বইয়ে এসে কেমন ছিল পরিশ্রমের দিনগুলো? অজানা গল্প শোনালেন রাঘব

গত বছর মুক্তি পেয়েছে ‘কিল’। হাড়হিম করা চরিত্রে দেখা মিলেছিল রাঘবের। তার পরেই আরিয়ানের সিরিজ়ে প্রাণখোলা এক বন্ধুর চরিত্রে। তবে অভিনয়ে আসার অনেক আগেই কর্মজীবনের পরিশ্রম শুরু হয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:০৭
Share:

রাঘব জুয়াল। ছবি: সংগৃহীত।

সাফল্যের নিরিখে অনেকটাই এগিয়ে গিয়েছে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ওয়েব সিরিজ়। এই সিরিজ়ের সৌজন্যে আবার আলোচনায় রাঘব জুয়াল। নৃত্যশিল্পী, সঞ্চালক, অভিনেতা— প্রত্যেক ভূমিকায় যেন তিনি অনন্য হয়ে উঠছেন। তবে এই খ্যাতি একদিনে পাননি তিনি। কেমন ছিল তাঁর পরিশ্রমের দিনগুলো?

Advertisement

গত বছর মুক্তি পেয়েছে ‘কিল’। হাড়হিম করা চরিত্রে দেখা মিলেছিল রাঘবের। তার পরেই আরিয়ানের সিরিজ়ে প্রাণখোলা এক বন্ধুর চরিত্রে দেখা গেল তাঁকে। অভিনয়ে আসার অনেক আগেই কর্মজীবনের পরিশ্রম শুরু হয়েছিল তাঁর। জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ নিজের প্রতিভা দেখিয়ে ‘কিং অফ স্লো মোশন’ তকমা আদায় করেন। কিন্তু, তখনও গ্ল্যামারদুনিয়া থেকে যথেষ্ট দূরে তিনি।

মুম্বইয়ে যখন এসে পৌঁছোন রাঘব, কেমন ছিল সেই দিনগুলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন এসেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। কিন্তু, ওই সময়টাও আমি খুব উপভোগ করেছি। কখনও ‘আমার কিছুই নেই’ ভেবে দুঃখ পাইনি। রাস্তার বড়াপাও খেয়েছি প্রাণভরে। নৃত্যশিল্পী ছিলাম। একটাই ঘরে দশজন ছেলের সঙ্গে থাকতাম। আমাদের ফ্রিজটা কাজ করত না, তাই ওটাকেই আলমারির মতো ব্যবহার করতাম। ওর মধ্যেই অন্তর্বাস রাখতাম আমরা। কেউ কখনও আমাদের ঘরে এসে ভুল করেও ফ্রিজ খুলে ফেললে, নিজেই অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যেত।”

Advertisement

আরিয়ানের সিরিজ়ে নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছে রাঘবকে। দিনকয়েক আগে প্রথম বার ‘মন্নত’-এ ঢোকার অভিজ্ঞতাও শুনিয়েছিলেন রাঘব। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত ‘কিং’ ছবিতেও দেখা যাবে রাঘবকে। ওই ছবির মূল চরিত্রে রয়েছেন শাহরুখ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement