পবনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জ্যোতির। ছবি: সংগৃহীত।
অভিনেতা-রাজনীতিক স্বামী পবন সিংহের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ জ্যোতি সিংহের। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জ্যোতি দাবি করলেন, অভিনেতা নাকি তাঁকে গর্ভনিরোধক ওষুধ খাওয়াতেন। এমনকি তাঁর উপর অত্যাচারও করতেন বলে গুরুতর অভিযোগ জ্যোতির।
বিতর্ক পিছু ছাড়ছে না পবনের। দিনকয়েক আগেই কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো পোস্ট করেন জ্যোতি। অভিযোগ, তাঁকে বাড়িতে ঢুকতে দেননি অভিনেতা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন পবন। এ বার ফের গুরুতর প্রশ্ন তুললেন জ্যোতি। তাঁর অভিযোগ, “পবনজি বলছেন যে, তিনি প্রচণ্ড ভাবে সন্তান চান। কিন্তু যে মানুষ সন্তানের জন্য উদগ্রীব, সে কখনও স্ত্রীকে ওষুধ দিতে পারে না। আমাকে প্রতি বার ওষুধ দেওয়া হত। এমন অনেক কথা আছে যেগুলো আমি মিডিয়ার সামনে বলিনি। কিন্তু আজ, পবনজি আমাকে বাধ্য করলেন।”
তিনি আরও বলেন, “পবনের মানহানি করা আমার উদ্দেশ্য নয়। আমি আমার দিকটা জানাচ্ছি। যখন পবনজি আমাকে ওষুধ দিতেন, তার প্রতিবাদ করায় আমার উপর অকথ্য অত্যাচার করা হয়। আমাকে তখন বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেতে হয়েছিল। রাত ২টোর সময় ২৫টা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম।” সেই সময়, পবনের ভাই রানু ও তাঁদের টিমের এক সদস্য মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান জ্যোতিকে। সেখানেই চিকিৎসা করানো হয় তাঁর। জ্যোতির স্পষ্ট বক্তব্য, “আমাকে গর্ভনিরোধক ওষুধ দিত।”