কন্যাসন্তান এসেছে আরবাজ়-সুরার কোলে। ছবি: সংগৃহীত।
৫৮ বছরে কন্যাসন্তানের বাবা হয়েছেন আরবাজ় খান। বাবা হওয়ার পরে এই প্রথম প্রকাশ্যে এলেন অভিনেতা তথা প্রযোজক। ছবিশিকারিদের সামনে এলেন কোলে সদ্যোজাতকে নিয়ে।
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন সুরা খান। গত ৫ অক্টোবর সন্তানের আগমন হয়েছে। এ বার তাঁর বাড়ি যাওয়ার পালা। এর মধ্যেই কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন নতুন বাবা-মা। একরত্তির নাম রাখা হয়েছে— সিপারা। নেটাগরিকের অনুমান, বাবা ও মায়ের নামের অক্ষর মিলিয়েই ঠিক করা হয়েছে এই নাম।
৮ অক্টোবর হাসপাতাল থেকে একরত্তিকে বাড়ি নিয়ে যাওয়ার পথেই ক্যামেরার সামনে আসেন আরবাজ়। সাদা তোয়ালেতে মোড়া কন্যা, বাবার মুখে হাসি। দেখে উত্তেজিত হয়ে ওঠেন ছবিশিকারিরা। তাঁরা শুভেচ্ছায় ভরিয়ে দেন কন্যার বাবাকে। নতুন বাবা সকলকে ধন্যবাদ জানান। তবে কন্যাসন্তানের মুখ এ দিন প্রকাশ্যে আনেননি তিনি। সুরাকেও দেখা যায়নি ক্যামেরার সামনে।
২০১৬ সালে মলাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আরবাজ়ের। ২০২৩-এ রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন তিনি। গত বছর থেকেই শুরু হয়েছিল আরবাজ় ও সুরার সন্তান হওয়ার জল্পনা। অবশেষে চলতি বছরে জানা যায়, তাঁদের ঘরে আসছে সন্তান। লক্ষ্মীপুজোর এক দিন আগে কন্যাসন্তানের জন্ম দেন সুরা।
এর আগে মলাইকার সঙ্গে এক পুত্রসন্তান রয়েছে আরবাজ়ের। তাঁর নাম আরহান খান। আরহান নিয়মিত খোঁজ নিয়েছেন তাঁর সৎমা সুরার। এমনকি হাসপাতালে সুরার সঙ্গে দেখাও করতে এসেছেন তিনি। তবে এই নিয়ে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন স্ত্রী মলাইকা। আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পরে অর্জুন কপূরের সঙ্গে টানা ছয় বছরের সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কে গত বছর ইতি টেনেছেন তাঁরা।