আমিরকে কী গিফট দিল ছোট্ট আজাদ?

আজ সোমবার ৫১ বছরে পা দিলেন বলি টাউনের মোস্ট পারফেকশনিস্ট। জন্মদিন পালন করতে তড়িঘড়ি আমেরিকা থেকে ফিরেছেন। এ দিন সকালে বিমানবন্দরে আমিরকে স্বাগত দানাতে গিয়েছিলেন স্ত্রী কিরণ রাও এবং পুত্র আজাদ। সেখানেই শুভেচ্ছা জানিয়ে তাঁকে জড়িয়ে ধরেন আজাদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৫:৪৪
Share:

আজাদের দেওয়া টি-শার্ট পরে আমির।

আজ সোমবার ৫১ বছরে পা দিলেন বলি টাউনের মোস্ট পারফেকশনিস্ট। জন্মদিন পালন করতে তড়িঘড়ি আমেরিকা থেকে ফিরেছেন। এ দিন সকালে বিমানবন্দরে আমিরকে স্বাগত দানাতে গিয়েছিলেন স্ত্রী কিরণ রাও এবং পুত্র আজাদ। সেখানেই শুভেচ্ছা জানিয়ে তাঁকে জড়িয়ে ধরেন আজাদ। সঙ্গে দেয় একটি দারুণ গিফট। নিজের হাতে আঁকা টি-শার্ট বাবাকে দেয় খুদে আজাজ। আমিরের কাছে এটাই জন্মদিনের সেরা পাওনা। ‘‘তিন সপ্তাহ ধরে আমেরিকাতে রয়েছি আমি। খাওয়া, ঘুম আর এক্সসারসাইজ। এটাই ছিল আমার রুটিন। দিনে ছ’ঘন্টা ধরে ব্যয়াম করতাম। তাই আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি ছিল’’ জানিয়েছেন আমির।

Advertisement

প্রতি বছরের মতো এ বারেও রয়েছে তাঁর স্পেশাল উইশ। মুম্বইয়ের বাংলো থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তাঁর বার্থ-ডে উইশের কথা। তাঁর কথায়, ‘‘বারাণসীতে আমার মায়ের ছোটবেলার বাড়ি রয়েছে। সেখানে এখন অন্য লোকেরা বসবাস করেন। এ বছর আমি সেটা কিনতে চাই। মায়ের বয়স প্রায় ৮০। মাকে আমি ওটা উপহার দিতে চাই।’’

Advertisement

আরও পড়ুন

৯৫ কিলোর আমির খান!

ওজন নিয়ে আমির-সলমনের লড়াই?

আমিরের মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement