Federation VS Directors Conflict

হাই কোর্টের নির্দেশ মানল ফেডারেশন, প্রকাশ্যে সংগঠনের নতুন কমিটির সম্ভাব্য সদস্য তালিকা!

পরিচালক গিল্ডের মতোই ফেডারেশনও নতুন কমিটির সম্ভাব্য সদস্য তালিকা বানিয়েছে। আনন্দবাজার ডট কম-এর হাতে এসেছে সেই তালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১
Share:

হাই কোর্ট বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ মানল ফেডারেশন। ফাইল চিত্র।

হাই কোর্টের নির্দেশ, ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের দায়ের করা মামলার নিষ্পত্তির জন্য নতুন কমিটি গঠন করতে হবে। বিচারপতি অমৃতা সিংহ আদালতে উভয় পক্ষকেই নতুন কমিটির সম্ভাব্য সদস্য তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার পরিচালকদের তৈরি সম্ভাব্য তালিকায় আনন্দবাজার ডট কম-এর হাতে এসেছিল। সোমবার প্রকাশ্যে ফেডারেশনের তৈরি সম্ভাব্য সদস্য তালিকা। প্রসঙ্গত, এর আগে হাই কোর্টের একাধিক নির্দেশে সংগঠন সাড়া দেয়নি। কখনও আদালতে হাজিরা দেওয়া, কখনও পরিচালকদের সঙ্গে বৈঠকে যোগ না দেওয়া-- এ রকম একাধিক নির্দেশ মানতে দেখা যায়নি সংগঠনকে।

Advertisement

কারা আছেন এই তালিকায়? খবর, সংগঠনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, দেব, জিৎ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, সোমনাথ কুণ্ডু, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, পাভেলকে।

৮ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ফের হাই কোর্টে নতুন কমিটি নিয়ে শুনানি হওয়ার কথা। এ দিন উভয় পক্ষের তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তথ্য ও সম্প্রচার দফতরের সচিব শান্তনু বসু। আগের শুনানির দিনেই অভিযোগকারী পরিচালকদের মধ্যে অন্যতম ইন্দ্রনীল রায়চৌধুরী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ার বিশিষ্টদের তাঁরা এই কমিটিতে রাখতে চাইছেন না। কারণ, ইন্ডাস্ট্রির তরফ থেকে তাঁদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই পরিচালকদের সম্ভাব্য তালিকায় রয়েছে বলিউডের খ্যাতনামী পরিচালক, অভিনেতাদের নাম। যেমন, দিবাকর বন্দ্যোপাধ্যায়, নন্দিতা দাশ, হনসল মেহতা, আদিল হোসেন প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement