Debchandrima Facing Harrasment

‘এই শহরে আর নিরাপদ নই’, আতঙ্কে কাঁপছেন দেবচন্দ্রিমা! কলকাতা ছাড়ার পরিকল্পনা নিয়েছেন তিনি?

নিজেই এই বার্তা দিয়েছেন তিনি। বেশ কিছু দিন ধরেই নানা ভাবে হেনস্থা করা হচ্ছে তাঁকে। এ বার প্রচণ্ড ভয় পাচ্ছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫
Share:

কী হয়েছে দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে! ছবি: সংগৃহীত।

নিজের শহরে, নিজের আবাসনে এ রকম ঘটবে তাঁর সঙ্গে, বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি। দেবচন্দ্রিমা সিংহ রায়ের দুর্ভাগ্য, কলকাতা তাঁকে সেই দিন দেখাল। রবিবার তিনি নিজেই জানালেন সে কথা। অভিনেত্রীর কথায়, “ভীষণ আতঙ্কে আছি। নিজের শহরে এ রকম পরিস্থিতি হবে, ভাবতেই পারিনি।” নিজের সুরক্ষার কারণেই কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন তিনি। সে প্রসঙ্গে তাঁর দাবি, “আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।” বরাবরের জন্য শহর ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Advertisement

কী ঘটেছে দেবচন্দ্রিমার সঙ্গে? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। তিনি ফোনে অধরা। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও উত্তর দেননি।

সমাজমাধ্যমে তাঁর বক্তব্য অনুযায়ী, “এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। বেশ কিছু দিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনও আমার সম্পর্ক নিয়ে। কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।”

Advertisement

এই অবস্থায় তিনি বেশ আতঙ্কেই ছিলেন। রবিবার পরিস্থিতি চরমে পৌঁছোয় বলে তাঁর দাবি।

এই পোস্টেই যাবতীয় বক্তব্য জানিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। গ্রাফিক: সনৎ সিংহ।

তিনি লিখেছেন, “নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্থার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা।” এই অনুভূতি তাঁর সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে। নিজের শহরে তাই আর নিরাপদ বোধ করছেন না তিনি। এ কথা জানিয়ে তাঁর মত, প্রয়োজনে শহর ছেড়ে চলে যাবেন তিনি। কলকাতা আর তাঁর কাছে ‘কল্লোলিনী’ নয়।

এ দিনের ঘটনাও তিনি জানিয়েছেন কলকাতা পুলিশকে। অভিনেত্রীর নিরাপত্তার খাতিরে দেহরক্ষীও দেওয়া হয়েছে তাঁকে, যা তাঁর অস্বস্তি আরও বাড়িয়েছে। এ কথা খোদ দেবচন্দ্রিমা জানিয়েছেন। বার্তায় লিখেছেন, “নিজের শহরে দেহরক্ষী নিয়ে ঘোরার মেয়ে আমি নই। তবু সেটাই করতে হচ্ছে।” কারণ, সব কিছুর উপর থেকেই বিশ্বাস উঠে গিয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement