বিশ্বে এই দশকের ‘হটেস্ট ওম্যান’ প্রিয়ঙ্কা চোপড়া

মার-কাটারি লুক্‌স। চোখ-ধাঁধানো ফ্যাশন স্টেটমেন্ট। চোস্ত বাচনভঙ্গি আর অসাধারণ অভিনয় প্রতিভার মিশেল হলেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউড তো আগেই কাঁপিয়েছেন। এখন প্রিয়ঙ্কাতে মন্ত্রমুগ্ধ হলিউডও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৫:০৮
Share:

মার-কাটারি লুক্‌স। চোখ-ধাঁধানো ফ্যাশন স্টেটমেন্ট। চোস্ত বাচনভঙ্গি আর অসাধারণ অভিনয় প্রতিভার মিশেল হলেন প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

বলিউড তো আগেই কাঁপিয়েছেন। এখন প্রিয়ঙ্কাতে মন্ত্রমুগ্ধ হলিউডও।

আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা পাকাপাকি করে নেওয়ার পাশাপাশি ভারতের নামও উজ্জ্বল করেছেন ‘বেওয়াচ’ খ্যাত নায়িকা।

Advertisement

তাঁর মুকুটে আরও একটি পালক যোগ হল। ম্যাক্সিমের মতো আন্তর্জাতিক মাপের ম্যাগাজিনের বিচারে এই দশকের ‘হটেস্ট ওম্যান’-এর শিরোপা জিতে নিলেন প্রিয়ঙ্কা।

এখানেই শেষ নয়, পর পর তিন বার ম্যাক্সিমের বিচারে বিশ্বের হটেস্ট ১০০ মহিলার তালিকাতেও ছিল প্রিয়ঙ্কার নাম। যা এর আগে কখনও হয়নি। আন্তর্জাতিক গ্ল্যামার দুনিয়ায় ইতিহাস তৈরি করলেন এই ডিভা।

আরও পড়ুন: দূরদর্শনে শাহরুখের অ্যাঙ্কারিং ভিডিও ইন্টারনেটে ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement