Kapil Sharma

টিআরপি কমায় শরীর খারাপ হচ্ছে কপিলের, দাবি ‘স্ত্রী’র

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিলের ভাল বা খারাপ সময়ে পাশে থেকেছেন সুমনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১৪:৩০
Share:

কপিল শর্মা।— ফাইল চিত্র।

প্রতি দিন একটু একটু করে জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়ছে ‘দ্য কপিল শর্মা শো’। হয়তো এই টিআরপি কমার কারণেই শো বন্ধও হয়ে যেতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে ইন্ডাস্ট্রির অন্দরে। আর সে কারণেই নাকি অসুস্থ হয়ে পড়ছেন কপিল। এমনটাই অভিযোগ করেছেন কপিলের অনস্ক্রিন স্ত্রী অভিনেত্রী সুমনা চক্রবর্তী। ‘দ্য কপিল শর্মা শো’-এ কপিলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন সুমনা।

Advertisement

আরও পড়ুন, কপিল শর্মার শো কি শেষ হয়ে যাচ্ছে?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিলের ভাল বা খারাপ সময়ে পাশে থেকেছেন সুমনা। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাত্কারে সুমনা বলেন, ‘‘কপিলের শরীর একেবারেই ভাল নেই। শো-এর জন্য প্রচন্ড প্রেশারে রয়েছে ও। এত চাপে থাকলে শরীর তো খারাপ হবেই।’’

Advertisement

আরও পড়ুন, সুনীলকে মিস করছি, বিস্ফোরক দাবি কপিলের সহকর্মীর

কপিল শর্মার সঙ্গে মাঝ আকাশে ঝামেলার পর শো ছেড়ে বেরিয়ে যান কমেডিয়ান সুনীল গ্রোভার। সে-ও কয়েক মাস আগের কথা। এই ইস্যুতে প্রকাশ্যে বিতর্কও হয়েছে প্রচুর। তবে কপিলের শো বন্ধ হয়ে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে সুমনা বলেন, ‘‘কোনও কারণেই শো বন্ধ হতে পারে না। শো মাস্ট গো অন।’’


সুমনা চক্রবর্তী। ছবি: সুমনার টুুইটার পেজের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement