প্রিয়জনকে হারালেন অদা। ছবি: সংগৃহীত।
প্রিয়জনকে হারালেন অদা শর্মা। শোকাচ্ছন্ন ‘দ কেরল স্টোরি’ ছবির অভিনেত্রী ও তাঁর পরিবার। দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন অদার দিদিমা। রবিবার ভোরে মারা যান তিনি।
জানা যাচ্ছে, আলসারেটিভ কোলাইটিসে ভুগছিলেন অদা শর্মার দিদিমা। গত এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। দিদিমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অদার। আদর করে দিদিমাকে নাকি তিনি ‘পাটি’ বলে ডাকতেন। অদার সমাজমাধ্যম জু়ড়েও ছিল দিদিমার বেশ কিছু ছবি ও ভিডিয়ো। একটি ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল, “পার্টি উইথ পাটি’। দিদিমার মৃত্যু নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি অভিনেত্রী।
জানা যাচ্ছে, অদা ও তাঁর মা কেরলে দিদিমার স্মৃতিতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “অদা ওর দিদিমার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। দিদিমার সঙ্গেই ও থাকত। কিন্তু গত এক মাস ধরে ওর দিদিমা হাসপাতালে ভর্তি ছিলেন। দিদিমার স্মৃতিরক্ষায় অদা ও তাঁর মা কেরলে বেশ কিছু কাজ করার পরিকল্পনা করেছেন।”
চলতি বছরের শুরুর দিকে দিদিমার জন্মদিন পালন করেছিলেন অদা। দিদিমার সঙ্গে ভিডিয়ো ভাগ করে তিনি লিখেছিলেন, “দিদিমার ১৬ বছরের জন্মদিনের চিত্রগ্রাহক হতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত মনে করছি।” ২০২১ সালের এক সাক্ষাৎকারে অদা জানিয়েছিলেন, তাঁর ছবির তলায় যা যা মন্তব্য আসে, সেগুলি পড়তে ভালবাসেন তাঁর দিদিমা। কেউ কটাক্ষ করলে নাকি তিনি বেশ ক্ষুব্ধ হতেন।
উল্লেখ্য, অদাকে কিছু দিন আগেই দেখা গিয়েছে ‘তুমকো মেরি কসম’ নামে একটি ছবিতে। তাঁর সঙ্গে ছিলেন অনুপম খের, ইশ্বাক সিংহ ও ঈশা দেওল।