Kolkata International Film Festival

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ বার ভার্চুয়াল

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম দিকে হয় কিফ। কিন্তু কোভিডের জন্য এ বার তা পিছিয়ে আগামী বছর ৮-১৫ জানুয়ারি করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

২০১৮ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অমিতাভ, মমতা এবং শাহরুখ। ফাইল চিত্র।

কখনও শাহরুখ খান চেয়ার এগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও অমিতাভ বচ্চন-কমল হাসন কানে কানে কথা বলছেন। কখনও জয়া বচ্চন কুশল বিনিময় করছেন কোয়েল মল্লিকের সঙ্গে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মানেই তারকাদের ঘরোয়া মিলনমেলা। গত দশ বছর ধরে যার সাক্ষী শহরবাসী। তবে এ বার সেই জৌলুস দেখা যাবে না। করোনার জেরে ভার্চুয়াল হতে চলেছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব কমিটি মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব গৃহীত হয়েছে।

Advertisement

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম দিকে হয় কিফ। কিন্তু কোভিডের জন্য এ বার তা পিছিয়ে আগামী বছর ৮-১৫ জানুয়ারি করা হয়েছে। উৎসব কমিটির আশা ছিল, তত দিনে পরিস্থিতি খানিক স্বাভাবিক হবে। কিন্তু তা না হওয়ায় কোনও রকম ঝুঁকি নিতে চায়নি তারা। নেতাজি ইনডোরে যে বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে পেতেন জনতা, তা এ বার হবে না। এখন চেষ্টা করা হচ্ছে, অমিতাভ, শাহরুখ এবং অন্যান্য তারকাদের ভার্চুয়ালি হাজির করানোর।

উৎসবের আতিশয্যে কোপ পড়লেও সিনেমার মানের সঙ্গে আপস করা হচ্ছে না। দেশ-বিদেশে প্রশংসিত সব ছবি থাকছে এ বার। সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেকটিভ থাকছে। ঋষি কপূর, ইরফান খান অভিনীত ছবিও দেখানো হবে। থাকছে দক্ষিণ কোরিয়ার সদ্যপ্রয়াত পরিচালক কিম কি-দুকের ছবিও। ফেড্রিকো ফেলিনির জন্মশতবর্ষ উপলক্ষে বাছাই করা তাঁর ছবি দেখানো হবে এ বার।

Advertisement

কাটছাঁট হচ্ছে উৎসবের অন্য দিকে। কমিয়ে দেওয়া হয়েছে ভেনুর সংখ্যা। যে সব মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে এর আগে ছবি দেখা যেত, তা এ বার হবে না। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ মোট ছ’টি ভেনু থাকছে এ বার। সেখানে একটি অ্যাপের মাধ্যমে সিট বুক করতে হবে। কারণ হলগুলিতে সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই বসার বন্দোবস্ত করা হচ্ছে। নন্দনের মেঝেতে বসে ছবি দেখার পরিচিত দৃশ্য এ বার উধাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন