নাট্যোৎসবে মাতবে দুই শহর

বছরের শুরুতেই নাট্যোৎসবে মাতবে সাঁইথিয়া ও রামপুরহাট। আগামী ১০-১৪ জানুয়ারি সাঁইথিয়া পুরসভার রবীন্দ্রভবনে ‘সাঁইথিয়া আসর নাট্যম’ ২৪তম নাট্যোৎসবের আয়োজন করতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া ও রামপুরহাট শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০১:৪৯
Share:

বছরের শুরুতেই নাট্যোৎসবে মাতবে সাঁইথিয়া ও রামপুরহাট।

Advertisement

আগামী ১০-১৪ জানুয়ারি সাঁইথিয়া পুরসভার রবীন্দ্রভবনে ‘সাঁইথিয়া আসর নাট্যম’ ২৪তম নাট্যোৎসবের আয়োজন করতে চলেছে। সংস্থার পক্ষে বিজয়কুমার দাস বলেন, ‘‘আগামী বছর সংস্থা পঁচিশে পা রাখতে চলেছে। তাকে স্বাগত জানাতেই এ বারের নাট্য উৎসবে থাকছে পাঁচ দিনের নাট্যমেলা।’’ উৎসবে সংস্থার সাতটি নাটক পরিবেশিত হবে। এ ছাড়া থাকছে বোলপুরের ‘ইলোরা’ ও বর্ধমানের ‘স্বপ্ন অঙ্গন’ পরিবেশিত নাটক। উদ্বোধনী সন্ধ্যায় রবীন্দ্রভবনের ‘শৈলেনচন্দ্র বাসন্তীরানি মঞ্চে’ নাটকের তিন নেপথ্য শিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে।

এ দিকে, সাঁইথিয়ার হরিসড়া পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ‘ভবানীপুর সপ্তপ্রদীপ’ আগামী ২৩-২৫ জানুয়ারি তাদের দশম বর্ষ পূর্তি উৎসব পালন করবে। সংস্থার পক্ষে সুব্রত ঘটক শুক্রবার বলেন, ‘‘অনুষ্ঠানে নাটক ছাড়াও রয়েছে নাট্য আলোচনা, লোকনাটক, বাউল, ফকিরি, লেটো, পটের গান, ঘোড়ানাচ, লোকনৃত্যের মতো নানা অনুষ্ঠান।’’

Advertisement

অন্য দিকে, রামপুরহাট ‘প্রবাহ নাট্যম’ সংস্থার ষষ্ঠ বর্ষ নাট্যমেলা আজ, শনিবার থেকে শুরু হচ্ছে। দু’দিনের এই নাট্যমেলার উদ্বোধন হবে রামপুরহাট রেলওয়ে রঙ্গমঞ্চে বিকাল সাড়ে ৫টায়। উদ্যোক্তাদের পক্ষে প্রিয়ব্রত প্রামাণিক জানান, মঞ্চের সমস্যায় নাট্যমেলা দেরিতে শুরু হচ্ছে। জেলায় আন্তঃস্কুল প্রতিযোগিতায় সেরা হয়েছে রামপুরহাট হাইস্কুলের নাটক ‘সুরের যাদু’। রবিবার সেটি মঞ্চস্থ হবে। এ ছাড়াও থাকছে বীরভূম সংস্কৃতি বাহিনীর ‘ধর্মমঙ্গল’ অবলম্বনে নাটক।

নাট্যমেলার প্রথম দিন, শনিবার প্রবাহ নাট্যমের শিশু–কিশোর শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ মঞ্চস্থ করবে। ওই দিনই প্রবাহ নাট্যম নিবেদন করবেন ‘হইতে সাবধান’ নাটক। দু’টি নাটকই প্রযোজনা করেছেন প্রিয়ব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন