ভিকি-ক্যাটরিনার সন্তানের নামের নেপথ্যে বিশেষ কারণ! ছবি: সংগৃহীত।
সন্তানের প্রথম ঝলক ও নাম প্রকাশ্যে এনেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা পুত্রসন্তানের নাম রেখেছেন বিহান। তবে এই নামের নেপথ্যে রয়েছে ভিকিরই একটি ছবি। নাম প্রকাশ করার কিছু ক্ষণের মধ্যেই জানা গেল সেই নেপথ্য কারণ।
বিহান শব্দের অর্থ প্রভাত বা সকাল। ভিকি ও ক্যাটরিনাও তাঁদের পোস্টে লিখেছিলেন, “আমাদের আলোর রশ্মি”। তবে এই নামের নেপথ্যে রয়েছে ভিকির ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। এই ছবিতে মেজর বিহান শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে পাল্টা ভারতীয় সেনার অভিযানের চিত্র উঠে এসেছিল এই ছবিতে। ভিকি এই ছবিতে অভিনয় করে বহুল প্রশংসিত হয়েছিলেন। তাই পুত্রের নামকরণও করলেন এই নামেই। মনে করছেন অনুরাগীরা।
ভিকি আগেও জানিয়েছিলেন, এই ছবি তাঁর জীবনে খুবই বিশেষ হয়ে থাকবে। অভিনেতাকে কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, পুত্রের কী নাম রাখবেন? উত্তরে তিনি বলেছিলেন, “খুব শীঘ্রই আমি বলব।” এক মাসের বেশি সময় কেটে গিয়েছে সন্তানের সঙ্গে। কিন্তু এখনও বাবা হওয়ার আসল অর্থ বুঝে উঠতে পারেননি। এই অনুভূতি এখনও বলে বোঝাতে পারেন না তিনি। কিন্তু এখন বাড়ি ফেরার তাড়া প্রতি মুহূর্তে অনুভব করেন। মনে করেন, সব সময়ে পরিবারের সঙ্গে জুড়ে থাকতে হবে।
বাবা হওয়ার অনুভূতির জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু প্রতিটি মুহূর্ত নতুন করে উপভোগ করছেন তিনি। ক্রমশ বাবা হওয়ার অনুভূতি নিজে থেকে বুঝছেন, জানান অভিনেতা।