সলমন খানের সঙ্গে য়ুলিয়া ভানটুরের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। ভারতে থাকার সময় ভাইজানের মা, বোনেদের সঙ্গেও সময় কাটাতেন য়ুলিয়া। কিন্তু বেশ কয়েক মাস হল ভারত ছেড়ে রোমানিয়ায় ফিরে গিয়েছেন য়ুলিয়া। বি-টাউনে অনেকে বলেন ভিসা সমস্যার জন্য নাকি ফিরে গিয়েছেন তিনি। কিন্তু এ বার তাঁর সঙ্গে সল্লু মিঞার সম্পর্ক নিয়ে মুখ খুললেন য়ুলিয়া স্বয়ং।
সম্প্রতি রোমানিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে য়ুলিয়া বললেন, ‘‘আমার আর সলমনের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। সলমন ওখানে অনেক বডিগার্ড নিয়ে ঘোরে। আমি এটা জানি যে সাধারণ মানুষ ওকে ভালবাসে। কিন্তু ওর সঙ্গে রাস্তায় হাঁটা যায় না, শপিং মলে ঘোরা যায় না বা চার্চে যাওয়াও অসম্ভব। আমি রোমানিয়ায় কোনও বডিগার্ড ছাড়াই অনেক ভাল আছি। অনেক নিরাপদে আছি।’’
য়ুলিয়ার এই সাক্ষাত্কার প্রকাশ্যে আসার পরই সব পরিষ্কার হয়ে গিয়েছে। সলমনের সঙ্গে তাঁর যে আর কোনও সম্পর্কই নেই তা নিয়ে এক প্রকার নিশ্চিত বলি মহল। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সলমন।