Entertainment News

‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর আগেই তৈরি হয়েছিল অন্য বাহুবলী ২!

বাহুবলী ২ নিয়ে এখনও উত্তেজনায় ফুটছে তামাম দেশ। রোজই নিত্য নতুন রেকর্ড তৈরি করেই চলেছে এই ছবি। হাজার কোটি পেরিয়ে ইতিমধ্যেই ভারতীয় সিনেমার সর্ব কালের সমস্ত রেকর্ড ভেঙেছে এস এস রাজামৌলির বাহুবলী ২: দ্য কনক্লুশন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৪:৫৪
Share:

বাহুবলী ২ নিয়ে এখনও উত্তেজনায় ফুটছে তামাম দেশ। রোজই নিত্য নতুন রেকর্ড তৈরি করেই চলেছে এই ছবি। হাজার কোটি পেরিয়ে ইতিমধ্যেই ভারতীয় সিনেমার সর্ব কালের সমস্ত রেকর্ড ভেঙেছে এস এস রাজামৌলির বাহুবলী ২: দ্য কনক্লুশন।

Advertisement

কিন্তু অনেকেই জানেন না, এটাই প্রথম বাহুবলী ২ নয়। এর আগেও কিন্তু বাহুবলী ২ মুক্তি পেয়েছে সিনেমা হলে। তবে সেই সিনেমা ছিল ভোজপুরী ভাষায়। ২০০৮ সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল ‘বেটয়া বাহুবলী’-র প্রথম পার্ট। সম্প্রতি মুক্তি পেয়েছে ধীরজ ঠাকুর পরিচালিত ‘বেটওয়া বাহুবলী ২’।

আরও পড়ুন: ‘বাহুবলী ২’-এর পর এত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস!

Advertisement

ভোজপুরী বাহুবলীর পোস্টার

এতে অভিনয় করেছিলেন অজয় দীক্ষিত, নীলু সিংহ, গোপাল রাই, জে নীলম, আরডি শেখ এবং উমেশ সিংহ।

তবে প্রভাস, অনুষ্কা শেট্টি, তমান্না ভাটিয়া অভিনীত বাহুবলীর সঙ্গে তার কোনও মিল নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement