celebrities

বয়স কেবল সংখ্যা, বিপুল এনার্জিতে জানান দিচ্ছেন এঁরা

চল্লিশ পেরোলেই চালসে, এমনটা যাঁরা বলেন, তাঁরা এ বার নতুন করে চিন্তা শুরু করতেই পারেন। কারণ বলিউডের এই তারকারা কিংবা দেশের এই রাজনীতিকরা কিন্তু চল্লিশ পেরোনোর পর ভেল্কি দেখাচ্ছেন। কেউ একান্ন পেরিয়ে বিয়ে করছেন, কেউ বা দিনে ২২ ঘণ্টা শুটিং করছেন। কারণ বয়স এঁদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০৯:৪৫
Share:
০১ ১৪

চল্লিশ পেরোলেই চালসে, এমনটা যাঁরা বলেন, তাঁরা এ বার নতুন করে চিন্তা শুরু করতেই পারেন। কারণ বলিউডের এই তারকারা কিংবা দেশের এই রাজনীতিকরা কিন্তু চল্লিশ পেরোনোর পর ভেল্কি দেখাচ্ছেন। কেউ একান্ন পেরিয়ে বিয়ে করছেন, কেউ বা দিনে ২২ ঘণ্টা শুটিং করছেন। কারণ বয়স এঁদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা।

০২ ১৪

ইরফান খান: হেরে যাওয়ার মানুষ তিনি নন। মারণ রোগের চিকিৎসা চলছে। কিন্তু তিনি দমে যাবেন না। ৫১ বছরের এই অভিনেতাকে মানুষ মনে রেখে দিয়েছেন তাঁর প্রায় প্রতিটি ছবির জন্যই। ‘পান সিংহ তোমর’ থেকে ‘পিকু’— সব ধরনের ছবিতেই সাবলীল ইরফান।

Advertisement
০৩ ১৪

মিলিন্দ সোমন: নিজের থেকে ২৬ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করেছেন বাহান্ন বছরের এই সুপারমডেল-অভিনেতা। ২০১৯ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘হামারা তিরঙ্গা’। বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিস্যু নয়!

০৪ ১৪

আদিল হুসেন: ‘ইংলিশ ভিংলিশ’, ‘পার্চড’, ‘লাইফ অব পাই’ সবেতেই সাবলীল আদিল। ৫৪ বছরের অভিনেতা বাংলা ছবিতেও অন্য ধরনের কাজ করছেন।

০৫ ১৪

কে কে মেনন: ৫১ বছরের কে কে মেনন বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা। ‘সন ৭৫ পঁচাত্তর’ নামে একটি ছবিতে কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর মহিলা ফলোয়ারদের সংখ্যা দেখলে চোখ কপালে উঠবে।

০৬ ১৪

রাহুল বসু: ঝঙ্কার বিটসে তাঁকে কি ভোলা যায়? কিংবা ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’? ৫১ বছরের রাহুল সম্প্রতি কাজ করলেন ‘বিশ্বরূপম ২’ ছবিতে।

০৭ ১৪

সুনীল শেট্টি: ‘মোহরা’ থেকে ‘ধড়কন’ ছবিগুলি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। ৫৭ বছরের অভিনেতা ডিসেম্বরে আসছেন ‘হেরাফেরি ৩’ ছবির হাত ধরে।

০৮ ১৪

অনিল কপূর: ‘তেজাব’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তারপর আর ফিরে তাকাতে হয়নি বলিউডের পাপাসিতোকে। কর্ণ জোহরের ছবি ‘তখত’-এ কাজ করবেন অনিল। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই ছবিতে রয়েছেন আলিয়া ভট্ট, ভিকি কৌশল, ভূমি পেডনেকর। সেটে আলিয়াদের এখনও বলে বলে মাত দেন ৬১ বছরের ‘তরুণ’ অনিল।

০৯ ১৪

রণিত রায়: বাহান্ন বছরের রণিত কিন্তু ‘লখনউ সেন্ট্রাল’ ছবিতে সমালোচকদের প্রশংসা পেয়েছেন। সম্প্রতি কাজ করছেন, এএলটি বালাজির ‘কেহনে কো হাম সফর হ্যায়’।

১০ ১৪

অক্ষয় কুমার: ৫০ বছরের এই অভিনেতা একজন মার্শাল আর্ট বিশেষজ্ঞ। ‘খিলাড়ি’, ‘খাকি’, ‘প্যাডম্যান’ বা ‘টয়লেট এক প্রেম কথা’ সবেতেই রেখেছেন নিজের দক্ষতার পরিচয়।

১১ ১৪

রাহুল দেব: ৪৯ বছরের রাহুল দেব সব্বার প্রিয় খলনায়ক। রাহুল অভিনীত তেলুগু ছবি ‘সাধু’ মুক্তি পাচ্ছে নভেম্বরে।

১২ ১৪

আর মাধবন: চলতি বছরের জুনে ৪৮ পেরোলেন ম্যাডি। ‘চান্দা মামা দূর কে’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কাজ শুরু করছেন এই অভিনেতা।

১৩ ১৪

নাগার্জুন: ৫৮ বছরের আক্কিনেনি নাগার্জুন দক্ষিণ ভারতীয় ছবির সবচেয়ে নামী তারকাদের এক জন। ১৯৬৭ সালে একজন চাইল্ড আর্টিস্ট হিসাবে প্রথম কাজ শুরু করেন নাগার্জুনা। তারপর আর থেমে থাকেননি।

১৪ ১৪

ওমর আবদুল্লা: বিখ্যাত রাজনীতিবিদ। জম্মু ও কাশ্মীরের সর্বকনিষ্ঠ মুথ্যমন্ত্রী ওমরের বয়স ৪৮। অপূর্ব লখিয়ার ছবি ‘মিশন ইস্তানবুল’-এ অভিনয়ও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement