চোরের টার্গেটে শর্মিলার আলমারি!

শর্মিলা ঠাকুরের বাড়িতে আর কয়েক দিনের মধ্যেই নাকি চুরি হতে পারে! চোরের টার্গেটে নাকি শর্মিলার আলমারি! আর সে চোর এমনই অভিনব যে আগে থেকে খবর দিয়ে তবেই চুরি করবেন। জানেন তিনি কে? তিনি শর্মিলার আদরের কন্যা সোহা আলি খান!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৪৯
Share:

শর্মিলা ঠাকুরের বাড়িতে আর কয়েক দিনের মধ্যেই নাকি চুরি হতে পারে! চোরের টার্গেটে নাকি শর্মিলার আলমারি! আর সে চোর এমনই অভিনব যে আগে থেকে খবর দিয়ে তবেই চুরি করবেন। জানেন তিনি কে? তিনি শর্মিলার আদরের কন্যা সোহা আলি খান!

Advertisement

আসলে মায়ের ওয়ার্ড্রোব এতটাই সমৃদ্ধ যে তা চুরি করতেও রাজি সোহা। হাসতে হাসতে তিনি জানালেন, ‘‘মায়ের কালেকশন এত ভাল যে আমি সব চুরি করতে পারি। যেমন ধরুন ছ’য়ের দশকের সেই বেল বটম প্যান্ট। তা ছাড়া মায়ের শিফন শাড়ি আর শালেরও দারুণ কালেকশন। তবে ভগবানকে ধন্যবাদ আমাদের পায়ের মাপ একই। তাই মায়ের জুতো আমি মাঝেমধ্যে পড়ি।’’ সব মিলিয়ে মায়ের আলমারি থেকে পোশাক চুরি করেই নাকি পরতে চান সোহা আলি খান!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement