Entertainment News

‘ব্যাটারি’ বললেই কেন মারতে যাচ্ছেন শাহরুখ?

গত বছরের টিজারে শুধু বলেছিলেন, “আমি আসছি।” এরপর থেকে বারবার এসেছেন ইউটিউবের পর্দায়। আর প্রতিবারই তাঁর ঝলকে মেতে উঠছে ফ্যানেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১১:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

গত বছরের টিজারে শুধু বলেছিলেন, “আমি আসছি।”

Advertisement

এরপর থেকে বারবার এসেছেন ইউটিউবের পর্দায়। আর প্রতিবারই তাঁর ঝলকে মেতে উঠছে ফ্যানেরা। এক একটা ডায়লগ প্রোমোর ভিউআরশিপ পেরিয়েছে কয়েক লাখ!
রইস’র প্রথম ডায়লগ প্রোমোতে ছিলেন নওয়াজ, ফ্যানেদের উন্মাদনা বাড়াতেই শাহরুখকে দিয়ে শুরু করেননি রইস টিম। দ্বিতীয়তে ছিলেন শাহরুখের ‘বনিয়ে কা দিমাগ’ আর ছিল ‘মিয়াঁভাই কা ডেয়ারিং’। সাড়া পড়ে গিয়েছিল শাহরুখের অ্যাকশান সিকোয়েন্সেও।

Advertisement

আও পড়ুন

সলমনের ফিল্মে নয়া অবতারে শাহরুখ

এ বার তার মাত্রা আরেক ধাপ বাড়িয়েই মুক্তি পেল রইস’র তৃতীয় ডায়লগ প্রোমো, এবং এটিতেও মন্ত্রমুগ্ধ হয়ে উঠেছে ভক্তকূল।
প্রোমোয় শাহরুখের মুখে শোনা গেল, ‘ব্যাটারি’ বলা একেবারেই না পসন্দ ‘ডন আবদুল লতিফ’র। এবং কেউ তাকে সে নামে ডাকলেই ঢিশুম-ঢিশুমে উদ্যত হন কিঙ্গ। এই প্রোমার মুক্তির একদিনের মধ্যেই ভিউয়ারশিপ পেরিয়েছে ১০ লাখ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় শাহরুখ-নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘রইস’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।

নীচে রইল ডায়লগ প্রোমোটির লিঙ্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement