Entertainment News

১৩০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার এই নায়িকা!

কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১২:৪৭
Share:

গেস করুন তো, ইনি কে?

১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হলেন মালয়লম মডেল তথা অভিনেত্রী ধন্যা মারি ভার্গেস। স্বামী জন এবং ভাই স্যামুয়েল সহ ধন্যাকে গত বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেফাতার করেছে পুলিশ।
স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।

Advertisement

আরও পড়ুন, ‘অরিন্দমদাই আমার আয়না’

পুলিশ জানিয়েছে, ধন্যার সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ ছিল না। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর। কোম্পানির ওয়েবসাইট চালাতেন তিনি। সেখানে ভুল তথ্য দিয়ে ক্লায়েন্টদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই। ‘কেরালা ক্যাফে’, ‘ভাইরাম’, ‘থালাপাভু’-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা।

Advertisement

মালয়লম মডেল তথা অভিনেত্রী ধন্যা মারি ভার্গেস। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement