Bollywood

বড়পর্দায় কপিল দেবের চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই বড়পর্দায় ১৯৮৩’র বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত তুলে আনতে চলেছেন প্রযোজক-পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন কে, তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ১১:০৭
Share:

১৯৮৩’র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের চরিত্রে অভিনয় করবেন কে?

১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে নতুন ছবি। অনুরাগ কাশ্যপের প্রযোজনায় এই ছবি পরিচালনা করার কথা কবীর খানের। বড়পর্দায় তত্কালীন ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের চরিত্রের জন্য অনেক দিন ধরেই একটি উপযুক্ত মুখের খোঁজে ছিলেন ছবির প্রযোজক-পরিচালক। অবশেষে পাওয়া গেল অনস্ক্রিন কপিল দেবকে।

Advertisement

ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই বড়পর্দায় ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর ‘বাজিরাও’ সিংহকে। অভিনয় দক্ষতার পাশাপাশি রণবীরের অসম্ভব স্ফুর্তি এবং প্রাণশক্তির জন্যই ভারতের সর্বকালের সেরা অল রাউন্ডারের চরিত্রে তাঁকে নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

বলিউডের একটা সূত্রের খবর, প্রথমে এই চরিত্রের জন্য অর্জুন কপূরের কথা ভাবা হয়েছিল। কিন্তু নানা কারণে অনুরাগ কাশ্যপের এই প্রজেক্ট থেকে সরে আসেন অর্জুন। এর পরই রণবীর সিংহর সঙ্গে কথা বলা হয়।

Advertisement

আরও পড়ুন: ভালবাসার মানুষের সঙ্গে ছুটির মুহূর্তের সেলফি শেয়ার করলেন বিরাট


কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর ‘বাজিরাও’ সিংহকে।

রণবীর আপাতত ‘পদ্মাবতী’ নিয়ে ব্যস্ত। আরও বেশ কয়েকটি বড় ব্যানারের ছবিও রয়েছে তঁর ঝুলিতে। বাজিরাও, আলাউদ্দিন খিলজির মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের পর ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক একটা যুগও এ বার উঠে আসবে রণবীর সিংহের হাত ধরে। নতুন অবতারে তাঁর দর্শন পেতে মুখিয়ে রয়েছেন রণবীরের অসংখ্য ভক্ত।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement