Bollywood

সলমনের একাধিক হিট ছবির পরিচালক ‘বিগ বস’ পছন্দই করেন না!

এখন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো-এর মধ্যে সলমন খানের ‘বিগ বস ১০’ অন্যতম। শো-এর টিআরপি-ও বেশ হাই। বিগ বস নিয়মিত দেখেন, এমন হাই প্রফাইল বলিউড সেলিব্রিটির সংখ্যাও নেহাত কম নয়। অথচ এই রকম একটা জনপ্রিয় শো নাকি পছন্দই করেন না বলিউডের এই পরিচালক!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১০:৫২
Share:

এখন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো-এর মধ্যে সলমন খানের ‘বিগ বস ১০’ অন্যতম। শো-এর টিআরপি-ও বেশ হাই। বিগ বস নিয়মিত দেখেন, এমন হাই প্রফাইল বলিউড সেলিব্রিটির সংখ্যাও নেহাত কম নয়। অথচ এই রকম একটা জনপ্রিয় শো নাকি পছন্দই করেন না বলিউডের এই পরিচালক! তিনি আবার যে সে পরিচালক নন। তাঁর পরিচালিত বেশির ভাগ ছবিরই নায়ক সলমন খানই। অথচ, যে শো-এর সঞ্চালক সলমন নিজে সেই ‘বিগ বস’ মোটেই পছন্দ নয় তাঁর! তিনি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘হাম সাত সাত হ্যায়’ এবং হালফিলের ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সুপার হিট ছবির পরিচালক সূর্য বরজাতিয়া। এমনটাই দাবি করা হয়েছে সম্প্রতি পিটিআই-এর একটি সাম্প্রতিক রিপোর্টে। সাক্ষাত্কারে সূর্য বলেছেন, “আমার বিগ বস ভাল লাগে না। আমি এটা দেখি না।” এর সঙ্গেই তিনি জানান, “আসলে আমি টিভি খুব একটা দেখি না। আর টিভি দেখলেও মূলত খবরই দেখি।”

Advertisement

আরও পড়ুন...
বলিউড নায়িকাদের পেছনে ফেলে কী ভাবে ‘দঙ্গল’-এ সুযোগ পেলেন সাক্ষী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement