Ranveer Singh

Ranveer-Deepika: রণবীরের কোন স্বভাবে বিরক্ত দীপিকা? উত্তর দিলেন ‘মস্তানি’ নিজেই

২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর এবং দীপিকা। সঞ্জয় লীলা ভন্সলীর ‘রামলীলা’-র সেটে দু’জনের আলাপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯
Share:

রণবীরকে নিয়ে অকপট দীপিকা।

স্বামী রণবীর সিংহের কোন অভ্যাসে সব চেয়ে বিরক্ত হন দীপিকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পর্দার মস্তানি। উত্তর দিতে যদিও খুব বেশি সময় নেননি। দীপিকা বললেন, “আমাকে বিরক্ত করতে ওকে খুব বেশি কিছু করতে হয় না। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি দু’গ্রাস খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়। এ ছাড়া ও আমাকে খুব বেশি জ্বালায় না।”

Advertisement

২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর এবং দীপিকা। সঞ্জয় লীলা ভন্সলীর ‘রামলীলা’-র সেটে দু’জনের আলাপ। তার পর সেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। বিয়ের পর বছর চারেক কেটে গেলেও সেই প্রেম এখনও অমলিন। রনবীরের কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে? তাঁর কথায়, “রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সকলের কথা ভাবতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement