Entertainment news

এ বারে বিগ বসে থাকছেন এই ভারতীয় ক্রিকেটার!

শোনা যাচ্ছে, এ বারে ভারতীয় এক ক্রিকেটারও থাকছেন এই সিজনে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৬
Share:

বিগ বসে দেখা মিলবে এই ক্রিকেটারের।

সলমন খানের সঞ্চালনায় শুরু হতে চলেছে বিগ বস সিজন ১২। সাধারণ মানুষ এবং সেলিব্রিটি মিলিয়ে মোট ২১ জন প্রতিযোগী অংশ নেবেন বিগ বসের এই সিজনে। এবারে চমক কারা? শোনা যাচ্ছে, এ বারে ভারতীয় এক ক্রিকেটারও থাকছেন এই সিজনে! বলতে পারবেন কে এই ক্রিকেটার?

Advertisement

তিনি জাতীয় দলেও অনেকবার খেলেছেন। বিশ্বকাপেও জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। এ বার বুঝতে পারছেন কে? না বুঝলে আরও একটি ক্লু আপনার জন্য। যার কথা বলছি, তিনি ‘অক্সর ২’ নামে একটি ফিল্মেও অভিনয় করেছেন। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে বিসিসিআই তাঁকে বহিষ্কার করেছে ক্রিকেট থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এ বারে বিগ বসের ঘরে দেখা মিলতা পারে শ্রীসন্থের। শ্রীসন্থের কেরিয়ার যথেষ্ট বিতর্কিত। বিগ বসের ঘরেও কি শ্রীসন্থ বিতর্কিত কিছু করবেন, না মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে এগোবেন তা-ই দেখার।

শ্রীসন্থ ছাড়াও এখনও যেসব নাম শোনা যাচ্ছে, তাঁর মধ্যে আছেন ‘উত্তরণ’ খ্যাত ছোট পর্দার জনপ্রিয় নায়িকা টিনা দত্ত। কমেডিয়ান ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। দিপীকা ককর এবং শালীনের নামও শোনা যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন: শ্রীলেখা-সিধুর 'দাম্পত‍্য'... দার্জিলিংয়ে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement