Advertisement
E-Paper

শ্রীলেখা-সিধুর ‘দাম্পত‍্য’... দার্জিলিঙে?

পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম ছবি ‘সোয়েটার’-এর শুটিং চলছে দার্জিলিংয়ে।খুব অন্যরকম গল্প ভেবেছন তিনি। বুনছেন দক্ষ হাতে। টুকু (এই চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা) নামের এক সাধারণ মেয়ের গল্প বলছেন। শ্রীলেখা এই ছবিতে টুকুর পিসি।

শ্রীলেখা মিত্র এবং সিধু। — ফাইল চিত্র।

শ্রীলেখা মিত্র এবং সিধু। — ফাইল চিত্র।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:০০
Share
Save

সকাল সাড়ে নটা। নিউ জলপাইগুড়ি। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

গাড়িতে দার্জিলিং। তখন দুপুর একটা। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা থেকে এতটা পথ পেরিয়ে পৌঁছলাম দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলের সামনে। গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল মৃত্যুঞ্জয় সেন এবং গৌরী সেনের বাড়ির নীচে। ড্রাইভারজিকে জিজ্ঞেস করলাম ‘এখানেই নামব?’ উত্তর এল, ‘‘ইয়েহি তো আপকা ডেস্টিনেশন হ্যয়।’’ কিন্তু মৃত্যঞ্জয় বা গৌরী কেউই আমার পরিচিত নন। তাঁদের পরিচয়টা জানার জন্য বাড়িতে ঢুকতেই হল।

আরও পড়ুন: অরিজিৎ দত্ত আর শ্রীলেখা মিত্র হঠাৎ কাছাকাছি... কী করছেন তাঁরা?

আরও পড়ুন: মাকে বড্ড মিস করছি, জন্মদিনে কেঁদে ফেললেন শ্রীলেখা

‘গৌরী সেন কি এই বাড়িতেই থাকেন?...’ বেরিয়ে এলেন শ্রীলেখা মিত্র। ‘‘আরে আমিই গোরী। এসো এসো।’’

গোছানো ড্রয়িং রুমে ঢুকে দেখি লম্বা ট্রলি পাতা। বড় বড় আলো জ্বলছে। মনিটর সাজিয়ে বসে আছেন একজন। এছাড়াও বহু লোকের ব্যস্ততা। ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছেন ক্যাকটাসের সিধু। শ্রীলেখা আলাপ করিয়ে দিলেন, ‘‘এই হলেন আমার হাজ্‌বেন্ড মৃত্যুঞ্জয়। আমরা ‘সোয়েটার’-এর গৌরী-মৃত্যুঞ্জয়। ’’

দার্জিলিঙে ‘সোয়েটার’-এর শুটিংয়ে শ্রীলেখা মিত্র এবং সিধু।

পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম ছবি ‘সোয়েটার’-এর শুটিং চলছে দার্জিলিংয়ে। তার কভারেজেই এখানে আসা। কিন্তু ড্রাইভার যখন সাজানো বাড়ির সামনে দাঁড় করিয়ে বললেন ‘এটাই আপনার ডেস্টিনেশন, তখনও এটা যে শুটিং স্পট সেটা বুঝিনি। কারণ, সাধারণত শুটিং মানেই একটা গমগমে পরিবেশ। কিন্তু বাড়ির বাইরে কেউ ছিলেন না, সকলেই ব্যস্ত ছিলেন অন্দরমহলে।

আলাপ হয়ে যাওয়ার পর শ্রীলেখা বসালেন তাঁদের ড্রয়িং রুমে। আড্ডায় এলেন পরিচালকও। খুব অন্যরকম গল্প ভেবেছন তিনি। বুনছেন দক্ষ হাতে। টুকু (এই চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা) নামের এক সাধারণ মেয়ের গল্প বলছেন। শ্রীলেখা এই ছবিতে টুকুর পিসি। আর সিদ্ধার্থ তাঁর বর।

‘‘এই জানো, এয়ারপোর্টে নেমেই আমি আমার বরের দায়িত্ব নিয়ে নিয়েছি। আমিও কম খাচ্ছি, ওকেও কম খাওয়াচ্ছি’’ শ্রীলেখা হেসে উঠলেন স্বমেজাজে। গম্ভীর ভাবে সিধুর টিপ্পনী, ‘‘আমি কিন্তু এক্কেবারেই বউয়ের অবাধ্য হচ্ছি না। আর যাঁর বউয়ের নাম গৌরী সেন, তাঁর আবার চিন্তা কী?...’’

টিম বলছে শট রেডি। উঠতে হল শিলাদিত্যকে। শ্রীলেখা এবং সিধুও আড্ডাজোন ছেড়ে ফের ঢুকে ফেললেন ‘সোয়েটার’-এ। বাইরে তখন শেষ বিকেল। তুমুল বৃষ্টি। গুগল বলছে, তাপমাত্রা হঠাৎই ১৭। কিন্তু টিম ‘সোয়েটার’ বুনে চলল আগামীর গল্প।

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )

Sweater Sreelekha Mitra Siddhartha Sankar Ray Sidhu Tollywood Celebrities শ্রীলেখা মিত্র সিধু সোয়েটার Bengali Movie Upcoming Movies Video Celebrity Interview

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}