চিকিৎসকের পরামর্শে এখন থেকে গৃহবন্দি থাকবেন সলমন!

এই তো দিব্যি ছিলেন খোশ মেজাজে। নাহ! চেয়ারে চেপে নয়, বরং শুটিং, প্রমোশন, পার্টি সব মিলিয়ে মস্তিতে। ভাইজানের শারীরিক অসুস্থতার কথাও ঘুণাক্ষরেও শোনা যায়নি। তা হলে হঠাৎ কী এমন হল সলমনের? কেন তাঁকে গৃহবন্দি থাকার পরামর্শ দিলেন চিকিৎসকেরা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ১৩:২১
Share:

এই তো দিব্যি ছিলেন খোশ মেজাজে। নাহ! চেয়ারে চেপে নয়, বরং শুটিং, প্রমোশন, পার্টি সব মিলিয়ে মস্তিতে। ভাইজানের শারীরিক অসুস্থতার কথাও ঘুণাক্ষরেও শোনা যায়নি। তা হলে হঠাৎ কী এমন হল সলমনের? কেন তাঁকে গৃহবন্দি থাকার পরামর্শ দিলেন চিকিৎসকেরা?

Advertisement

স্বস্তিতে থাকুন। তেমন কিছুই নয়। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন সল্লু ভাই। তাই বেশ কিছুদিন ধুলোবালি এড়িয়ে, ঠান্ডায় থাকতে হবে তাঁকে। আর তাই মেনে চলতে হবে চিকিৎসকের দাওয়াই। তবে এই প্রথম নয়, ৫০ বছরের এই তারকা এর আগেও দু’বার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। ২০০৩-এর পর ২০১২ তে হেয়ার ট্রান্সপ্লান্ট করান সলমন। তবে এই মুহূর্তে তাঁর পরিবারের সকলেই চাইছেন এই মুহূর্তে নায়কের একটা ‘টাচ আপ’-এর ভীষণ প্রয়োজন। আর পরিবারের কথা রেখে বাধ্য ছেলের মতো ফের ‘সাজুগুজু’ করতে রাজি হয়েছেন সলমন। সূত্রে খবর, নিজের ফার্ম হাউসেই আপাতত বন্দি হতে চলেছেন খানভাই।

বি-টাউনে জোর গুজব, তা হলে কি আসন্ন বিয়ে উপলক্ষে এখন থেকেই ‘টাচ আপ’ শুরু করলেন তিনি?

Advertisement

আরও পড়ুন: প্রি-ওয়েডিং গিফট পেয়ে কেন অখুশি হলেন সলমন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন