‘রোগা হতে পারব না, তাই চাকরি ছাড়ছি’

জিরো ফিগারের মোহে যখন সবাই স্লিম-ট্রিম থাকতে ব্যস্ত, ঠিক তখনই রোগা হতে পারবেন না বলে চাকরি ছেড়ে দিলেন এক মডেল। একটি জনপ্রিয় লঁজারি ব্র্যান্ডের হয়ে মডেলিং করতেন এরিন হেথারটন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১২:২৩
Share:

জিরো ফিগারের মোহে যখন সবাই স্লিম-ট্রিম থাকতে ব্যস্ত, ঠিক তখনই রোগা হতে পারবেন না বলে চাকরি ছেড়ে দিলেন এক মডেল। একটি জনপ্রিয় লঁজারি ব্র্যান্ডের হয়ে মডেলিং করতেন এরিন হেথারটন। সম্প্রতি আসন্ন একটি শো-য়ের জন্য ওই ব্র্যান্ডের পক্ষ থেকে তাঁকে রোগা হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরিন মনে করেন, তাঁর ফিগার যথেষ্ট স্লিম। এর থেকে বেশি রোগা হলে তাঁকে ভাল দেখতে লাগবে না। আর সেটা তাঁর শরীরের জন্যও খারাপ হবে। তাই চাকরিটাই ছেড়ে দিলেন এরিন।

Advertisement

বছর ২৭-এর এরিনের কথায়, ‘‘আমি ভাল খাবার খাই এবং দিনে দু’বার ওয়ার্কআউট করি। কঠিন পরিশ্রম করে কাজও করি। এর থেকে বেশি রোগা হওয়া তো সম্ভব নয়।’’

এরিনের এই পদক্ষেপে চমকে গিয়েছে ফ্যাশন দুনিয়া। অনেকেই এরিনের ভাবনাকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন, কোন পর্ন তারকা পেলেন বিরল সম্মান?

কে এই এরিন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement