সবে মিলে

সেফের জন্মদিনের একটি ছবিতে দেখা যাচ্ছে, সোহাকে জড়িয়ে ধরে রয়েছেন করিনা। পাশে সেফের সন্তান সারা এবং ইব্রাহিম। ছবি দেখে এটা স্পষ্ট, আগে কোনও মনোমালিন্য থাকলেও সোহা আর করিনা সেটা মিটিয়ে নিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১১:০০
Share:

পার্টির ছবি

বলা হতো, করিনা কপূর খানের সঙ্গে সোহা আলির নাকি সম্পর্ক ভাল নয়। বৌদি-ননদকে প্রকাশ্যে দেখাও যেত না খুব একটা। সোহা প্রেগন্যান্ট হওয়ার পর করিনার গর্ভবতী অবস্থার স্টাইল স্টেটমেন্টের সঙ্গে তাঁর তুলনা চলছিল। সে নিয়ে সোহা আপত্তিও তুলেছিলেন। কিন্তু বুধবার সেফ আলির জন্মদিনে সোহা আর করিনার অন্তরঙ্গ ছবি যাবতীয় বিতর্ক দূর করে দিল।

Advertisement

সেফের জন্মদিনের একটি ছবিতে দেখা যাচ্ছে, সোহাকে জড়িয়ে ধরে রয়েছেন করিনা। পাশে সেফের সন্তান সারা এবং ইব্রাহিম। ছবি দেখে এটা স্পষ্ট, আগে কোনও মনোমালিন্য থাকলেও সোহা আর করিনা সেটা মিটিয়ে নিয়েছেন। সারা আর ইব্রাহিমের সঙ্গে অবশ্য করিনার সম্পর্ক ভালই। ছবিতে চারজনকে দেখে পরিবারের হাসিখুশি ছবিটা দিব্যি বোঝা যাচ্ছে। সেফের জন্মদিন পালন করতে উপস্থিত ছিলেন করিশ্মা কপূরও। কিছু দিন আগেই তৈমুরকে নিয়ে সুইৎজারল্যান্ড গিয়েছিলেন সেফ-করিনা। পরিবারের সকলের সঙ্গে জন্মদিন পালন করবেন বলে তিন দিন আগে ভারতে ফেরেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement