রাতে একা ঘুমোতে পারেন না টাইগার

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ চ্যাট শোয়ে এসেছিলেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। তিনজনকেই দেখা যাবে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০১
Share:

টাইগার

নাম টাইগার, নেশা মার্শাল আর্টস... এ দিকে ভূতের ভয়ে কাবু তিনি। একবার এমন এক হরর ফিল্ম দেখেন যে, তার পর থেকে রাতে তাঁর একা ঘরে ভয় করে।

Advertisement

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ চ্যাট শোয়ে এসেছিলেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। তিনজনকেই দেখা যাবে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে। দুই সুন্দরীর মাঝে বসে টাইগারের সরল স্বীকারোক্তি, তিনি নাকি রাতে একা শুতে পারেন না! কারণ? ভূতের ভয় পান এই সিক্স প্যাক অ্যাবস নায়ক। বাড়িতে তিনি মায়ের সঙ্গেই ঘুমোন। কিন্তু মুম্বইয়ের বাইরে শুটিং থাকলে কী করেন তিনি? টাইগারের উত্তর, শুটিংয়ের জন্য বাড়ির বাইরে রাত কাটাতে হলে ইউনিটের সদস্যরাই ভরসা।

পাশাপাশি জানা গেল টাইগার নাকি নাচের কোনও প্রথাগত শিক্ষাও নেননি। ছবিতে নাচের দৃশ্য থাকলে তখনই সেই নাচের স্টেপ তুলে নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement