জন্মদিনের উপহার

কাজে কোনও বিরাম নেই টাইগার শ্রফের। ২৭ বছরের জন্মদিনও কাটাবেন ‘মুন্না মাইকেল’ ছবির সেটে। সকাল ছ’টায় কলটাইম। টাইগার নাকি নিজেই বলেছেন ছবির ফোকাস যাতে নষ্ট না হয়, তাই বড়সড় অনুষ্ঠান তিনি চান না।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ২৩:৫৪
Share:

কাজে কোনও বিরাম নেই টাইগার শ্রফের। ২৭ বছরের জন্মদিনও কাটাবেন ‘মুন্না মাইকেল’ ছবির সেটে। সকাল ছ’টায় কলটাইম। টাইগার নাকি নিজেই বলেছেন ছবির ফোকাস যাতে নষ্ট না হয়, তাই বড়সড় অনুষ্ঠান তিনি চান না। কিন্তু বাবা-মা কি বসে থাকতে পারেন! জ্যাকি আর আয়েশা শ্রফ জানিয়েছেন যে, তাঁরা গোটা ইউনিটের জন্য কেক নিয়ে যাবেন। সঙ্গে থাকবে টাইগারের ‘আইডল’ মাইকেল জ্যাকসনের একটা আঁকা ছবি। এমন উপহার টাইগারের নিশ্চয়ই ভাল লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement