দীর্ঘদিন ধরে আটকে ছিল ‘ব্লাড অন স্নো’ ছবির কাজ। প্রথমে শোনা গিয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিও বানাবেন ছবিটা। কিন্তু সময় করে উঠতে পারছিলেন না লিও। শোনা যাচ্ছে, ছবির স্বত্ব তিনি বেচে দিয়েছেন বন্ধু টোবি ম্যাগুয়েরকে। আর টোবি ঠিক করেছেন, নিজেই পরিচালনা করবেন ছবিটা।