Mother's Day 2025

যশ, ঐন্দ্রিলা, মনামী থেকে স্বস্তিকা, পরমব্রত, তারকাদের মায়েরা কে কেমন! মাতৃদিবসে রইল ছবি

রবিবার সকাল থেকে টলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁদের মায়েদের ছবি, আর বিশেষ অনুভূতির কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৭:১১
Share:

মাতৃদিবসে বিশেষ শুভেচ্ছাবার্তা টলিপাড়ার তারকাদের। ছবি: সংগৃহীত।

মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি বিশেষ ভাবে তোলা থাকে মায়েদের জন্য! মূলত আমেরিকায় এই দিনটি পালিত হত একসময়। এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে উদ্‌যাপন। যদিও জন্মের পর থেকে প্রতিটি দিনই আসলে মায়ের দিন, যে মাকে ছা়ড়া উঠে দাঁড়ানোই সম্ভব ছিল না। সমাজমাধ্যমের কল্যাণে গত কয়েক বছর এই সব দিন পালনের প্রভাব বেড়েছে। আর চিনে নেওয়া সহজ হয়েছে অচেনা মায়েদের। রবিবার সকাল থেকে টলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁদের মায়েদের ছবি, আর বিশেষ অনুভূতির কথা।

Advertisement

সবই তো তোমার দিন... মনামী ঘোষ

মায়ের সঙ্গে খুনসুটির সম্পর্ক মনামী ঘোষের। ছবি: সংগৃহীত।

প্রতিটি দিনই যে আসলে মায়ের দিন, সে কথা সমাজমাধ্যম খুব মজা করে লিখেছেন মনামী ঘোষ। মায়ের সঙ্গে নানা মুহূর্তের ছবি ভাগ করে মনামী লিখেছেন, “তোমার জন্মদিনও তোমার জন্মদিন...আমার জন্মদিনও তোমার জন্মদিন... মাদার্স ডেও তোমার জন্মদিন...সবই তো তোমার দিন...।” মায়ের সঙ্গে যে তাঁর খুনসুটির সম্পর্ক বেশ বোঝা যায়। মনামী চান তাঁর মা-ও যেন সমাজমাধ্যমে একটি অ্যাকাউন্ট খোলেন।

Advertisement

জননী, তোমার মরণহরণ বাণী/ নীরব গগনে ভরি উঠে চুপে চুপে...ঋতাভরী চক্রবর্তী

মাকে শুভেচ্ছা জানাতে ঋতাভরী চক্রবর্তী বেছে নিয়েছেন রবীন্দ্রনাথের পংক্তি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রীর জীবনে তাঁর মা যে বিশেষ গুরুত্বপূর্ণ তা বার বার বুঝিয়ে দিয়েছেন ঋতাভরী। এ দিন মাতৃদিবস উপলক্ষে মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি তিনি ভাগ করে নেন সমাজমাধ্যমে। সঙ্গে জুড়ে দেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি পংক্তি। লেখেন, “জননী, তোমার করুণ চরণখানি/ হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥/ জননী, তোমার মরণহরণ বাণী/ নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।” মাকে তিনি কতখানি ভরসা করেন যেন এ থেকেই স্পষ্ট।

ভাল থেকো মা... যশ দাশগুপ্ত

মাতৃহারা যশ দাশগুপ্তের প্রার্থনা মা যেন ভাল থাকেন। ছবি: সংগৃহীত।

মায়ের সঙ্গে দু’টি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তও। তবে দু’টি ছবিই বেশ পুরনো। একটি বাল্যকালের। অন্যটি সদ্য যুবা যশের সঙ্গে তাঁর মায়ের। অভিনেতার মন ভার করা পোস্ট— “যেখানেই আছো, ভাল থেকো মা।” যেন এ ভাবেই মায়ের জন্য তিনি রেখেছেন মাতৃদিবসের শুভেচ্ছা। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি।

সবটা জুড়েই তুমি আছো মা... পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়ের শিক্ষা, রুচি, মননে আজও বেঁচে তাঁর মা। ছবি: সংগৃহীত।

মাকে হারিয়ে ফেলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও। এ দিন তিনিও ইনস্টাগ্রামে তিনটি ছবি ভাগ করে নেন মায়ের সঙ্গে। লেখেন, “আমার জীবনের সবটা জুড়েই তুমি আছো মা, আগের মতোই। আমার শিক্ষা, রুচি, মনন এমনকি আমার অস্তিত্বই অসম্পূর্ণ তোমাকে ছাড়া। ভাল থেকো তুমি, যেখানেই আছো। হ্যাপি মাদার্স ডে মা।”

তুই যে দিকে আমিও ঠিক তোর পাশে... স্বস্তিকা মুখোপাধ্যায়

মা হিসাবে মেয়ের কাছেই কৃতজ্ঞ স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বাবা-মাকে সব সময় খোঁজেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এ দিন তিনি যেন উদ্‌যাপন করতে চেয়েছেন নিজের মাতৃত্বকে। অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের মেয়ের সঙ্গে দু’টি ছবি। মেয়েও যেন তাঁর মা। মেয়েকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে মা হিসাবে বেছে নেওয়ার জন্য। মেয়েকে তিনি লিখেছেন, “তুমি সেরা। আমি অভিভাবক হিসাবে ততটা ভাল নই, যতটা তুমি নিজে, কিন্তু প্রতিদিন আমি সেরা হয়ে উঠতে চেষ্টা করি। আমার জন্য গোটা পৃথিবী এক দিকে, তুই আর এক দিকে। তুই যে দিকে আমিও ঠিক তোর পাশে সেই দিকেই। হাত বাড়ালেই পেয়ে যাবি। হাত বাড়াতে কষ্ট হলে শুধু চোখ মেলে দেখবি, তাতেও পেয়ে যাবি। মর্তে থাকি বা আকাশে, তোর পাশেই থাকব সব জন্মেই।” স্বস্তিকা মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন নিজেকে আর মেয়েকে।

মা... ঐন্দ্রিলা সেন

মায়ের পাশে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন আবার সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শুধু একটি ছবি। সবুজ বাগানে তিনি এবং তাঁর মা— দাঁড়িয়ে রয়েছেন হাত ধরে। তাঁদের পরনেও সবুজ পোশাক। ঐন্দ্রিলা লিখেছেন শুধু একটি শব্দ, ‘মা’। আর তার পর একটি লাল হৃদয়ের ইমোজি। হ্যাশট্যাগে ভাগ করেছেন মাতৃদিবসের শুভেচ্ছা।

সব মা-ই মা... সঙ্ঘশ্রী সিংহ মিত্র

নিজের মা এবং শাশুড়ি মায়ের কথা ভাগ করে নিয়েছেন সঙ্ঘশ্রী সিংহ মিত্র ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সঙ্ঘশ্রীর মাতৃদিবসের পোস্টে উঠে এসেছে অন্য মায়ের গল্প। প্রথমেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন পৃথিবীর সমস্ত মাকে। তার পর শুনিয়েছে তাঁর গল্প। তাঁর কথায়, “আমার মা, আমার কাছে কী তা আমি কাউকে ব্যাখ্যা করতে পারব না। তবে আমার শাশুড়ি মা সব সময় আমার পাশে থাকেন।”

দু’টি ছবি ভাগ করে নিয়ে সঙ্ঘশ্রী বুঝিয়ে দিয়েছেন, চিরাচরিত শাশুড়ি-বৌমার সম্পর্কের বাইরেও মা-মেয়ের মিষ্টি সম্পর্ক তৈরি হয়। অভিনেত্রী লিখেছে, “আমার শাশুড়ি মা সব সময় আমার পাশে থেকেছেন। অনেক সময় তো আমাকে রান্নাঘরের রাজনীতি থেকে বের করতে গিয়ে নিজে বেকায়দায় পড়েছেন। আর সব থেকে বড় কথা, এমন একজন মানুষকে জন্ম দিয়েছেন, বড় করেছেন যিনি উদার, দয়ার্দ্র এবং যত্নশীল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement