Joyjit on Randeep

সাভারকরের বায়োপিকে ইতিহাস বদলের প্রচেষ্টা! রণদীপের কাণ্ড দেখে ক্ষুব্ধ জয়জিৎ

রবিবার বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৬:০০
Share:

বলিউড অভিনেতা রণদীপের নতুন ছবি নিয়ে খাপ্পা টলিপাড়ার জয়জিৎ। ছবি: সংগৃহীত।

বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা। রবিবার সাভারকরের জন্মদিনে ‘স্বতন্ত্রতা বীর সাভারকর’ নামের এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে ‘সাভারকর’ হিসেবে রণদীপের লুক দেখেও অনুরাগীরা উচ্ছ্বসিত। তবে সমাজমাধ্যমে এই ছবি নিয়ে অভিনেতা যা লিখেছেন, তা দেখে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

রণদীপ তাঁর পোস্টে দাবি করেছেন, নেতাজি, ভগৎ সিংহ এবং ক্ষুদিরাম বসুকে অনুপ্রাণিত করেছিলেন বীর সাভারকর! এই দাবির ঐতিহাসিক সত্য নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ১৯০৮ সালে। অনেকেই উল্লেখ করেছেন, ১৯০৬ থেকে ১৯১১ সাল পর্যন্ত সাভারকর লন্ডনে ছিলেন। সমাজমাধ্যমে এক জনের দাবি, ‘‘নেতাজি সাভারকর এবং ‘হিন্দু মহাসভা’র সমালোচনা করেছিলেন।’’ এ বার এই বিষয়ে মুখ খুললেন জয়জিৎ। ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘‘রণদীপ, অভিনেতা হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি এবং ভালবাসি, কিন্তু ছবির প্রচার করতে এ রকম ভুয়ো খবর ছড়াবেন না।’’ এরই সঙ্গে জয়জিৎ লেখেন, ‘‘যে ইতিহাস ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা না জেনে প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করুন।’’ জয়জিৎ তাঁর বক্তব্যে টেনে এনেছেন কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গও। তিনি লিখেছেন, ‘‘অবশ্য এই ভাবে আপনি কঙ্গনার মতো জাতীয় পুরস্কার পাবেন, কিন্তু অগণিত অনুরাগীর মন জয় করাটা অধরাই থেকে যাবে।’’

আনন্দবাজার অনলাইনের তরফে জয়জিতের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেতা বললেন, ‘‘এটা তো বাঙালির অপমান! দিল্লি থেকে একটা ভুল ইতিহাস প্রচারের চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে পর্যন্ত বিষয়টা দেখে বিরক্ত। নতুন প্রজন্ম কি ভুল ইতিহাস শিখে বড় হবে?’’

Advertisement

এরই সঙ্গে জয়জিৎ প্রশ্ন তুললেন, ‘‘তিন স্বাধীনতা সংগ্রামীকে রণদীপ তাঁর পোস্টে ‘বিপ্লবী’ উল্লেখ করেছেন! নির্মাতারা কি শব্দটার প্রকৃত অর্থ জানেন?’’ ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্ক এখন চর্চায়। সম্প্রতি, ‘দ্য বেঙ্গল ডায়েরি’ ছবিটিকে ঘিরেও পশ্চিমবঙ্গে বিতর্ক শুরু হয়ছে। দেশের সরকার যে পর পর প্রোপাগান্ডামূলক ছবি তৈরিতে মদত দিচ্ছে, সে কথা মনে করিয়ে দিয়ে জয়জিৎ বললেন, ‘‘এগুলো খুবই হতাশাজনক ঘটনা। অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। এর পর শুনতে হবে নরেন্দ্র মোদী স্বয়ং নেতাজিকে অনুপ্রাণিত করেছিলেন! যোগী আদিত্যনাথ অনুপ্রাণিত করেছিলেন ক্ষুদিরামকে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন