Entertainment News

২০১৮-এ কী আশা? শেয়ার করলেন সেলেবরা

নতুন বছর সবসময়ই নতুন আশা নিয়ে আসে। নতুন স্বপ্ন নিয়ে আসে। কী সেই স্বপ্ন? এই প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম সেলেবদের কাছে। ২০১৮-কে কেমন ভাবে দেখতে চান তাঁরা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৩:২৩
Share:

গেস করুন তো, কী কী বললেন সেলেবরা?

আর মাত্র দু’দিন। তার পরই নতুন বছর। ২০১৮।

Advertisement

নতুন বছর সবসময়ই নতুন আশা নিয়ে আসে। নতুন স্বপ্ন নিয়ে আসে। কী সেই স্বপ্ন? এই প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম সেলেবদের কাছে। ২০১৮-কে কেমন ভাবে দেখতে চান তাঁরা?

দেব বললেন, ‘নতুন বছরে আরও বাংলা সিনেমা দেখুন।’ স্বস্তিকা মুখোপাধ্যায় সকলের ভাল থাকার উইশ করলেন। সোহিনী সরকার মনে করেন, অনেক কিছু ভাবা হয় বছরভর। তবে ভাল থাকাটাই একমাত্র ইচ্ছে। আবির চট্টোপাধ্যায় সকলকে এক সঙ্গে থাকার মেসেজ দিলেন। বিক্রম ঘোষ নতুন বছরে তবলার রেওয়াজ আরও এক ধাপ বাড়িয়ে নেওয়ার কথা বললেন।

Advertisement

আরও পড়ুন, ১২ মাসে ১২ টুইটে ১২ নায়িকা...

পল্লবী শর্মা নতুন বছরে মনের মতো জায়গায় ঘুরতে চান। সৌরভ দাস বাড়িয়ে নিতে চান তাঁর পোষ্যের সংখ্যা। আবার অনিন্দিতা বসুর বেশ কিছু জিনিসে ভয় ছিল। নতুন বছরে সেই ভয় কাটিয়ে ট্রাই করতে চান নতুন কিছু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement