Srijit Mukherji

সৃজিতের জীবনে নতুন নারী! কী বললেন পরিচালক?

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে দর্শকমনে যতটা আগ্রহ, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সকলের মনে আগ্রহের শেষ নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:০০
Share:

প্রেমে পড়লেন সৃজিত? ছবি: সংগৃহীত।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। তাঁর পরিচালিত ছবি নিয়ে যেমন আলোচনা হয় তেমনই আবার পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের মনে নানা প্রশ্ন। সৃজিতের সঙ্গে তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। সৃজিত বা মিথিলা কেউ অবশ্য এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি। এমন পরিস্থিতিতে সৃজিতের সঙ্গে অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলরের একটি ভিডিয়ো পরিচালকের দাম্পত্য আর প্রেম নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন দু’জনে। তার পর থেকেই ফিসফাস -- তবে কি পরিচালকের জীবনে আবার উঁকি দিচ্ছে বসন্ত? যদিও এই ভাবনা নস্যাৎ করে দিয়েছেন পরিচালক স্বয়ং।

Advertisement

আনন্দবাজার ডট কমকে সৃজিত বললেন,“প্রেম নয়, আলেকজ়ান্দ্রা আমার খুবই ভাল বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালবাসি। একটা পেট শপে আগে কাজও করেছে।’’

পরিচালক কি তবে ছবিতে নির্দিষ্ট কোনও চরিত্রে অভিনেত্রীকে ভাবছেন? এই প্রশ্নের উত্তরে সৃজিত জানালেন অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাঁদের। তবে এখনও আলেকজ়ান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি।

Advertisement

বেশ কিছু দিন আগের ঘটনা। আচমকাই শোনা গিয়েছিল সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দু’জনের কেউই স্বীকার করেননি। উল্টে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে বান্ধবী হিসাবে আলেকজ়ান্দ্রা যে সৃজিতের জীবনে নতুন রং এনেছেন তা স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement