Tota Roy Choudhury On Zubeen Garg

জ়ুবিনের মৃত্যু ভয়ঙ্কর, তবুও নিয়ম মেনে স্কুবা ডাইভিং করব! গায়কের খবর জেনে বললেন টোটা

জ়ুবিনের গান টোটা রায়চৌধুরীর প্রিয়। গায়কের এ হেন মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮
Share:

টোটা রায়চৌধুরী সদ্যপ্রয়াত জ়ুবিন গার্গকে নিয়ে কী বললেন? গ্রাফিক: সনৎ সিংহ।

যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন, তাঁদের কাছে স্কুবা ডাইভিংয়ের কদর আলাদা। যেমন, টোটা রায়চৌধুরী। যখনই সুযোগ পেয়েছেন, অ্যাডভেঞ্চারের আস্বাদ নিয়েছেন তিনি। সদ্যপ্রয়াত গায়ক জ়ুবিন গার্গও নিশ্চয়ই একই কারণে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। আচমকা শ্বাসকষ্ট শুরু। তার থেকেই এত বড় দুর্ঘটনা। অর্থাৎ যে অ্যাডভেঞ্চার আনন্দের কারণ, সেই অ্যাডভেঞ্চারই প্রাণঘাতী হতে পারে।

Advertisement

এর পরেও কি টোটা স্কুবা ডাইভিং করবেন? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল তাঁকে।

টোটার কথায়, “কী ভাবে বা কী কারণে জ়ুবিনের মৃত্যু হল, জানি না। তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি সুযোগ পেলে আবার স্কুবা ডাইভিং করব।” অভিনেতা নিয়মিত শরীরচর্চা করেন। তিনি এই ধরনের অ্যাডভেঞ্চারের সুযোগ পেলে ছাড়েন না। সেই জায়গা থেকে তাঁর মত, সমুদ্রের তলদেশে গিয়ে সামুদ্রিক প্রাণী, সৌন্দর্য দেখার লোভ কিছুতেই ছাড়তে পারবেন না তিনি। এর আগেও কয়েক বার এই অ্যাডভেঞ্চারের স্বাদ নিয়েছেন। আগামী দিনেও এই অ্যাডভেঞ্চারে যোগ দেবেন তিনি।

Advertisement

টোটা নিয়মিত শরীরচর্চা করেন। তাঁর পক্ষে হয়তো এই ধরনের অ্যাডভেঞ্চারে যোগ দেওয়া নিরাপদ। কিন্তু যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না, তাঁদের কি স্কুবা ডাইভিং করা উচিত? কিংবা কোনও রকম অসুস্থতা থাকলে বা বয়স বেশি হলে কি এই ধরনের অ্যাডভেঞ্চার করা উচিত?

টোটার দাবি, “যে কোনও অ্যাডভেঞ্চারের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। সেগুলো মানলেই কোনও সমস্যা হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত।” তার পরেও অভিনেতা মনে করেন, নিয়মিত শরীরচর্চা এই ধরনের অ্যাডভেঞ্চারে যোগ দেওয়ার ক্ষেত্রে উপরি পাওনা। এতে আখেরে লাভ যোগদানকারীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement