Entertainment News

টোটার লুক চেঞ্জ, কিন্তু কেন?

টোটা নিজেই লিখেছেন, ‘মেকআপ কী ভাবে একজন অভিনেতার লুক সম্পূর্ণ বদলে ফেলতে পারে।’ অরিন্দম বসু পরিচালিত ‘অরক্ত’ ছবির জন্যই যে টোটার এই লুক, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩০
Share:

টোটার নতুন লুক। ছবি: টু্ইটার থেকে গৃহীত।

মাথায় একটাও চুল নেই। চোখ সোজা ক্যামেরায়। দেখে বোঝা যাচ্ছে ইনি অভিনেতা টোটা রায়চৌধুরী। নিজের এই লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। কিন্তু কেন এই লুক চেঞ্জ?

Advertisement

টোটা নিজেই লিখেছেন, ‘মেকআপ কী ভাবে একজন অভিনেতার লুক সম্পূর্ণ বদলে ফেলতে পারে।’ অরিন্দম বসু পরিচালিত ‘অরক্ত’ ছবির জন্যই যে টোটার এই লুক, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।

‘অরক্ত’-এ টোটার সঙ্গে অভিনয় করবেন রোহিত রায়। বাংলাদেশী অভিনেত্রী অরিনও রয়েছেন। এই ক্রাইম থ্রিলারে রোহিত রয়েছেন এক লেখকের চরিত্রে। তাঁর স্ত্রী অরিন। পাহাড়ে বেড়াতে যান দম্পতি। সেখানেই নতুন বইয়ের ক্লাইম্যাক্স লিখবেন বলে ঠিক করেন রোহিত। নিজেদের সম্পর্কের শীতলতাও কাটিয়ে উঠবেন বলে মনে করেন দম্পতি। সেখানেই অরিনের সঙ্গে দেখা হয় টোটার। বদলে যায় সম্পর্কের সমীকরণ। তার পর…?

Advertisement

আরও পড়ুন, বিবাহবার্ষিকীতে ব্যক্তিগত ছবি পোস্ট করলেন শ্রেয়া

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement