এয়ারলিফ্ট: দুঃসাহসী অভিযানে অক্ষয়

মুক্তি পেল অক্ষয় কুমারের ‘এয়ারলিফ্ট’-এর ট্রেলার। শনিবার অনলাইনে মুক্তি পেল অ্যাকশন ছবিটির ট্রেলর। ‘বেবি’, ‘হলিডে’ পর আবার অ্যাকশন প্যাকড থ্রিলারে মুগ্ধ করতে আসছেন অক্ষয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১১:২২
Share:

এয়ারলিফ্ট’-এর ট্রেলার।

মুক্তি পেল অক্ষয় কুমারের ‘এয়ারলিফ্ট’-এর ট্রেলার। শনিবার অনলাইনে মুক্তি পেল অ্যাকশন ছবিটির ট্রেলর। ‘বেবি’, ‘হলিডে’ পর আবার অ্যাকশন প্যাকড থ্রিলারে মুগ্ধ করতে আসছেন অক্ষয়।

Advertisement

নবাগত পরিচালক রাজকৃষ্ণ মেননের এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে লাঞ্চবক্স খ্যাত নিমরত কউরকে। টুইটারে ট্রেলর মুক্তির কথা শেয়ার করেছেন অক্ষয় এবং নিমরত। “গর্বিত, খুশি, উত্তেজিত।”—আসন্ন ছবি এয়ারলিফ্ট নিয়ে নিজের আবেগ এভাবেই মেলে ধরেছেন অক্ষয়।
ছবিতে রঞ্জিত কাটিয়ার নামে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। নব্বইয়ের দশকে কুয়েতে ইরাক অতর্কিত হামলা চালালে আটকে পড়েন বহু ভারতীয়। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্যে এগিয়ে আসেন রঞ্জিতরূপী অক্ষয়। রুদ্ধশ্বাস উদ্ধারকার্যের প্রতিটি মুহূর্তই ধরা পড়েছে ‘এয়ারলিফ্ট’ ছবিতে।

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

• অক্ষয়কে পুলিশি জেরা, গায়ে কাঁটা টুইঙ্কলের!
• ‘এয়ারলিফট’-এর গান ‘সোচ না সাকে’ ভিডিও

ট্রেলর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে সারা ফেলেছে ছবিটি। তবে পুরো ছবিটা দেখতে হলে আপাতত অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আগামী ২২ জানুয়ারি ‘এয়ারলিফ্ট’ মুক্তি পাওয়ার কথা। ট্রেলর দেখতে চোখ রাখুন নীচের ভিডিওতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement