Trina Saha

Tollywood: ইয়াসে বিধ্বস্ত মানুষের পাশে নীল এবং তৃণা, নতুন উদ্যোগ তারকা দম্পতির

আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে তৃণাকে যোগাযোগ করা হলে তিনি জানান, এই উদ্যোগে আরও ৫ বন্ধু রয়েছেন তাঁদের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৯:১২
Share:

নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা।

একেই অতিমারি। তার মধ্যেই মরার উপর খাঁড়ার ঘা হয়ে সব তছনছ করে দিয়ে গিয়েছে ইয়াস। এক রাতের ঝড়ে তুমুল ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল। ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ। দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ নিলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। ঝড়ে বিধ্বস্ত মানুষদেরপাশে দাঁড়াতে শুরু করলেন নতুন সংস্থা ‘মাই স্কাই ফাউন্ডেশন’।

আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে তৃণাকে যোগাযোগ করা হলে তিনি জানান, এই উদ্যোগে আরও ৫ বন্ধু রয়েছেন তাঁদের সঙ্গে। প্রাথমিক ভাবে পূর্ব মেদিনীপুর সহ অন্যান্য কিছু অঞ্চলে ত্রাণ পৌঁছে দেবেন তাঁরা। অভিনেত্রী বললেন, “খুব প্রয়োজনীয় কিছু সামগ্রী, যেমন চাল, ডাল, মশলা, জামাকাপড় আমরা ওঁদের কাছে পৌঁছে দেব। দিদি যে ভাবে মানুষের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, তাঁকে দেখে আমরা অনুপ্রাণিত। এই কর্মযজ্ঞে যদি ১ শতাংশও ওঁর পাশে থাকতে পারি, আমাদের কাছে সেটাই অনেক।”

গত ২০ মার্চ তৃণা এবং নীল আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেছিলেন। এই উদ্যোগে দল তাঁদের সব রকম সাহায্য করছে বলে জানালেন রাজনীতিতে সদ্য পা রাখা অভিনেত্রী। প্রাকৃতিক দুর্যোগের সময় দলের ২ সদস্য মিমি চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বললেন, “ওঁরা দু’জন যে ভাবে কাজ করছেন, সেটা সত্যিই দেখার মতো। দলের বাকিরাও দিনরাত কাজ করে চলেছেন। আমরা সকলকে নিজেদের সাধ্যমতো আমাদের সাহায্য করতে অনুরোধ করছি।”

Advertisement

নেটমাধ্যমে আর্থিক সাহায্য পাঠানোর জন্য কিছু তথ্যও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। দুর্যোগের কবলে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর এই কর্মযজ্ঞে সকলকে এগিয়ে আসার অনুরোধ করছেন তৃণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন