দীপিকার মাথার দাম কি জিএসটি কেটে দেওয়া হবে? প্রশ্ন টুইঙ্কলের

দেশের গুরুত্বপূর্ণ কোনও ঘটনা নিয়েই বার বার নিজের কলম ধরেছেন টুইঙ্কল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ২১:১২
Share:

প্রতীকী ছবি।

সাধে কী আর তাঁকে বলা হয় মিসেস ফানিবোনস!

Advertisement

পদ্মাবতী বিতর্কে দেশ জুড়ে তখন ধুন্ধুমার চলছে, তার মধ্যেই বোমা ফাটালেন টুইঙ্কল খন্না। যা বললেন, তা রীতিমতো ট্রোলড ইন্টারনেটে।

দেশের গুরুত্বপূর্ণ কোনও ঘটনা নিয়েই বার বার নিজের কলম ধরেছেন টুইঙ্কল। বিজেপি সরকারের নানা নীতির সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাথার জন্য ধার্য হওয়া দামকে নিয়ে বিস্ফোরক মন্তব্যই করলেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন: বিগ বসের ঘরে শিল্পার সঙ্গে এ কী করলেন আকাশ?

তিনি লেখেন,‘‘দেশে আজকাল টাকা উড়ছে! যে কেউ চাইলে তা ধরতে পারে! কমল হাসনের মুখে কালি মাখিয়ে দিলে পাওয়া যাবে ২৫ হাজার টাকা। ফারুক আবদুল্লার জিভ ছিঁড়ে নিলে মিলবে ২১ লক্ষ টাকা। দীপিকা পাড়ুকোনের মাথা কেটে আনলে ১০ কোটি! তা আমি ভাবছি এই ভাবে রোজগারের তালিকায় নাম লেখাব। শুধু হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুকে একটাই প্রশ্ন করতে চাই, এই চাকরির আবেদনের আগে— টাকাটা কি জিএসটি কেটে দেওয়া হবে? ’’

টুইঙ্কলের এই লেখা রীতিমতো ভাইরাল। তবে বিতর্কও শুরু হয়েছে নতুন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement