Twinkle Khanna

২৩ বছরের ছেলে আরভের প্রেমজীবন নিয়ে কেন চিন্তায় রয়েছেন টুইঙ্কল খন্না?

মুম্বইয়ে থাকেন না। ১৫ বছর বয়স থেকেই মা–বাবার থেকে দূরে, বিদেশে থাকেন। ছেলের প্রেমজীবন থেকে বন্ধুবান্ধব— সবকিছু নিয়েই বেশ চিন্তায় থাকেন টুইঙ্কল। কিন্তু, কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৬:২০
Share:

ছেলে আরভকে নিয়ে চিন্তা টুইঙ্কলের। ছবি: সংগৃহীত।

অভিনয় নিয়ে নাকি কেরিয়ার গড়তেই চান না অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার পুত্র আরভ ভাটিয়া। ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম আরভের। ২৩ বছর পার করে ফেলেছেন তিনি। মুম্বইয়ে থাকেন না। ১৫ বছর বয়স থেকেই মা–বাবার থেকে দূরে, বিদেশে থাকেন। ছেলের প্রেমজীবন থেকে বন্ধুবান্ধব— সবকিছু নিয়েই বেশ চিন্তায় থাকেন টুইঙ্কল।

Advertisement

মাত্র ১৫ বছর বয়সে বাড়ি ছাড়েন আরভ। বলিপাড়ার সূত্রে খবর, উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে চলে যান তিনি। সিঙ্গাপুরের একটি কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সেখান থেকেই ফ্যাশন নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে চলে যান। বাবার মতো শরীরচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ আরভেরও। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন তারকাপুত্র। দু’ধরনের বিশেষ ক্যারাটের প্রশিক্ষণ নেওয়ার পরে ‘ব্ল্যাক বেল্ট’ পেয়েছেন আরভ। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়েছেন তিনি। শোনা যায়, অভিনয়ে আসতে চান না অক্ষয়-টুইঙ্কলের পুত্র। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার গড়তে চান বলে বাবা-মাকে জানিয়েছেন আরভ।

টুইঙ্কল জানান, তাঁর ছেলে বড্ড সাদাসিধে, সরল। ফলে ছেলেকে নিয়ে বেশ চিন্তায় থাকেন তাঁরা। বিশেষ করে লোকে আরভের ভালমানুষির অযাচিত সুবিধা নিতে পারে বলে ভয় পান তারকাদম্পতি। অভিনেত্রীর কথায়, ‘‘ছোটবেলা থেকে আমার ছেলে খুব শান্ত স্বভাবের। নরম মনের ভদ্র মানুষ। সে কারণে, ওর প্রেমজীবন কিংবা বন্ধুবান্ধব নিয়ে চিন্তায় থাকি। সহজেই ওর ভালমানুষির সুযোগ নিয়ে নেয় মানুষ।’’ ছেলেকে যদিও সাবধানবাণী দিয়ে রেখেছেন। টুইঙ্কল বলেন, ‘‘আমি ছেলেকে সব সময় বলি নিজের চারিদিকে একটা সীমানা দিয়ে রাখতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement