Twinkle Khanna

Bollywood: ছবিতে তিনজনের মধ্যে রয়েছেন এক তারকা-পত্নী তথা প্রাক্তন অভিনেত্রী, চিনতে পারছেন?

আপাতত বলিউড থেকে অনেক দূরে তিনি। অভিনেত্রীর পর লেখিকা এবং প্রযোজক হয়ে শুরু করেছেন নতুন অধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৭:০৫
Share:

দেখুন তো চিনতে পারেন কিনা।

সাদা কালো ছবিতে বাঁ দিকে দুটি বিনুনি করে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন?

বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া যাক। কয়েকটি সূত্র দিয়ে দেওয়া হল।

১। ছবিতে এই ছোট্ট মেয়েটি বলিউডের দুই সুপারস্টারের কন্যা।

২। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী কালে তিনিও অভিনয়ের দুনিয়ায় পা রাখেন।

৩। শাহরুখ খান, সলমন খান, আমির খান — বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন তিনি।

৪। ২০০১ সালে বলিউডের প্রথম সারির এক অভিনেতার সঙ্গে সাত পাক ঘোরেন এই অভিনেত্রী।

৫। আপাতত বলিউড থেকে অনেক দূরে তিনি। অভিনেত্রীর পর লেখিকা এবং প্রযোজক হয়ে শুরু করেছেন নতুন অধ্যায়।

Advertisement

তক্ষণে নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছে ছবির এই ছোট্ট মেয়েটি অভিনেত্রী, লেখিকা টুইঙ্কল খন্না। রাজেশ খন্নাডিম্পল কপাডিয়ার কন্যা তথা অক্ষয় কুমার-ঘরনি টুইঙ্কল রবিবার ইনস্টাগ্রামে মাসি সিম্পল কপাডিয়া এবং বোন রিঙ্কি খন্নার সঙ্গে তোলা এই ছবির ভাগ করে নিয়েছেন। টুইঙ্কলের এই পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন অভিষেক কপূর, তাহিরা কশ্যপ এবং হুমা কুরেশির মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement