Entertainment News

সলমনকে বিদ্রুপ করে টুইঙ্কলের ‘টুইটাঘাত’ ভাইরাল

অর্ণব গোস্মামী থেকে নরেন্দ্র মোদী—তাঁর ব্যঙ্গাত্মক কলম থেকে বাদ যান না কেউই! সেই জন্যই তিনি এখন বলিউড এবং সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ‘মিসেস ফানিবোনস্’। সম্প্রতি ‘মিসেস ফানিবোনস্’ টুইঙ্কল খন্নার একটি ‘টুইটাঘাত’ ধেয়ে আসে সলমন খানের উদ্দেশে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ১২:১৩
Share:

অর্ণব গোস্মামী থেকে নরেন্দ্র মোদী—তাঁর ব্যঙ্গাত্মক কলম থেকে বাদ যান না কেউই! সেই জন্যই তিনি এখন বলিউড এবং সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ‘মিসেস ফানিবোনস্’। সম্প্রতি ‘মিসেস ফানিবোনস্’ টুইঙ্কল খন্নার একটি ‘টুইটাঘাত’ ধেয়ে আসে সলমন খানের উদ্দেশে। অল্প সময়ের মধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সলমনকে নিয়ে এই রকম ব্যঙ্গাত্মক কলম মেনে নিতে পারেননি সলমন-ভক্তরা। স্বাভাবিক ভাবেই টুইঙ্কলের কপালে জোটে সলমন-ভক্তদের একের পর এক কটূক্তি। কী এমন লিখেছিলেন টুইঙ্কল?

Advertisement

গোটা বি-টাউন সলমনের বিয়ে নিয়ে বেশ চিন্তিত! কোনও নতুন মহিলাকে তাঁর সঙ্গে ঘোরাঘুরি করতে দেখলেই মিডিয়ায় শুরু হয়ে যায় ‘তাহলে কি এ বার বিয়ে করছেন ভাইজান!’ বা ‘সলমনের সঙ্গে অমুকের (জল্পনায় পাত্রীর নাম বার বার পাল্টেছে) বিয়ে কি তাহলে পাকা!’

সলমন খানের বিয়ে নিয়ে মিডিয়ার মাথা ব্যথার কথা মাথায় রেখেই টুইঙ্কল নিজের টুইটার হ্যান্ডেলে একটি মজার বিজ্ঞাপন পোস্ট করেন সলমনের জন্য উপযুক্ত পাত্রীর খোঁজ করে! এই বিজ্ঞাপনে সলমনের নানা ‘কীর্তি’র উল্লেখ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে টুইঙ্কল লেখেন, “ভারতের সবচেয়ে প্রবীণ এলিজেব্‌ল ব্যাচেলারের জন্য পাত্রী চাই: পাত্র ড্যাশিং, নন-ভেজেটেরিয়ান, সাকসেসফুল এবং মাসক্যুলার খানদানি ছেলে। নাচ, নাটক করায় তাঁর জুড়ি মেলা ভার! সুন্দরী, তন্বী পাত্রী চাই যে লং ড্রাইভে রাস্তা পিষে দিয়ে এগিয়ে যেতে পছন্দ করবে। পাত্রী বাচাল হলে চলবে না। কারণ, পাত্র বকবক একদমই পছন্দ করেন না। জাতপাত নিয়ে কোনও সমস্যা নেই। যোগাযোগ: সুলতান@ভাইজান.কম (Sultan@Bhaijaan.com)।

Advertisement

আরও পড়ুন, সলমন-সঞ্জয় দত্তের সম্পর্কে হঠাত্ চিড়!

এই টুইট দেখে এটা আন্দাজ করাটা মোটেও খুব শক্ত হয়নি যে, ‘খানদানি ছেলে’ বলতে খান পদবি, ‘রাস্তা পিষে দিয়ে এগিয়ে যাওয়া’ বলতে সলমনের হিট অ্যান্ড রান কেস আর ‘বকবক’-এর বানানে buck buck বলতে কৃষ্ণসার হরিণের কথাই বোঝাতে চেয়েছেন টুইঙ্কল। কারণ, এই সব ক’টি বিষয়ই সলমন খানের সঙ্গে যুক্ত। তাই তা বুঝতে সময় লাগেনি সলমন-ভক্তদের।

টুইঙ্কলের এই টুইটের পাল্টা কটূক্তির ঝড় যখন প্রায় থেমে গিয়েছে তখন সলমন-ভক্তদের টুইট করে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিসেস ফানিবোনস্’।

এই সেই টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement