সিনেমায় ইতিহাস চিনছেন পড়ুয়ারা

তাঁদের সামনে বসে থাকা শিক্ষক ও ছাত্রদের দু’ দিন ধরে ওই দুই বৃদ্ধা বিভিন্ন সিনেমার ক্লিপিংস দেখিয়ে হাতে-কলমে এমন বিষয় তুলে ধরেছেন, যা তাঁদের আগামীদিনে কাজে দেবে। কীভাবে দৃশ্য-শ্রাব্য মাধ্যমে শিক্ষার্থীর মগজে অতি সহজে শিক্ষনীয় বিষয় ঢুকিয়ে দেওয়া যায়, সেই সবই তাঁরা শিখিয়েছেন।

Advertisement

অনল আবেদিন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০২:২১
Share:

ল্যপটপ, প্রজেক্টর নিয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ক্লাসরুমে হাজির দুই বৃদ্ধা। তাঁদের সামনে বেঞ্চে বসে ছিলেন ষষ্ঠ শ্রেণি থকে নবম শ্রেণির ৬০ জন ছাত্র আর ৩০ জন শিক্ষক। তাঁরা সবাই অবশ্য ওই দু’ দিন ওই দুই বৃদ্ধার কাছে শিক্ষানবিশ ছাত্র হিসাবে পাঠ নিয়েছেন।

Advertisement

তাঁদের সামনে বসে থাকা শিক্ষক ও ছাত্রদের দু’ দিন ধরে ওই দুই বৃদ্ধা বিভিন্ন সিনেমার ক্লিপিংস দেখিয়ে হাতে-কলমে এমন বিষয় তুলে ধরেছেন, যা তাঁদের আগামীদিনে কাজে দেবে। কীভাবে দৃশ্য-শ্রাব্য মাধ্যমে শিক্ষার্থীর মগজে অতি সহজে শিক্ষনীয় বিষয় ঢুকিয়ে দেওয়া যায়, সেই সবই তাঁরা শিখিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, দৃশ্য-শ্রাব্য মাধ্যমে শিক্ষা পেলে শিক্ষার্থীর মননে নিত্যনতুন উদ্ভাবনী ক্ষমতার উন্মেষ ঘটে। সহজেই বিষয় আত্তীকরণ করতে পারে। হাতেকলমে শিক্ষা দেওয়া হয় ওই কর্মশালায়।

সম্প্রতি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে যে দু’জন বৃদ্ধা অভিনব পদ্ধতির ওই কর্মশালা পরিচালনা করেন, তাঁদের এক জনের নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য। তিনি কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। অন্যজন শুভা দাস মল্লিক। তিনি একটি স্বেচ্ছাসেবি সংস্থার সম্পাদক। শুভা দাস মল্লিক বলেন, ‘‘ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিজ্ঞান প্রসার শাখা ও বিচিত্র পাঠশালার যৌথ উদ্যোগে ‘সিনেমা ইন ক্লাস রুম’ প্রকল্পের শুরু হয়েছে। গত ১৩-১৪ ডিসেম্বর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে ওই কর্মশালা হয়। তার পর গত ১৫-১৬ ডিসেম্বর কর্মশালা হয়েছে পুরুলিয়ার বাগমু্ণ্ডি হাইস্কুলে। তার পরে একে একে আলিপুরদুয়ারের কালচিনি, কলকাতার ধর্মতলার লোরেটো ও বাকুড়ার টাউন স্কুলে হবে। ওই পাইলট প্রজেক্ট সফল হলে অন্য রাজ্যেও এই কর্মশালা চলবে।’’

Advertisement

গঙ্গার উপর তোলা তথ্যচিত্র ‘স্লোইং ফর এভার’ ও পদ্মার উপর তোলা ‘দ্য সং অফ পদ্মা’ নামের তথ্যচিত্র কৃষ্ণনাথ কলেজ স্কুলে দেখার পর কী কী প্রশ্ন মনে জেগেছে, তা নিয়ে ৫-৬ মিনিটের তথ্যাচিত্র তৈরি করেন দু’জন করে শিক্ষক নিয়ে গড়া এক-একটি দল। আর ৫-৬ জনের ছাত্রদের প্রশ্ন নিজেদের অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

গঙ্গা ও পদ্মার উপর তথ্যচিত্র দেখে ছাত্ররা সহজেই জলদূষণ ও জলের জন্য একদিন বিশ্বযুদ্ধের সম্ভবনার উপলব্ধি করেছেন বলে প্রশিক্ষকরা জানিয়েছেন। ইতিহাস শিক্ষার বিষয়ে মুঘল সাম্রাজ্যকে তুলে ধরতে এখানে পরপর বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গির, শাহজাহান ও ঔরঙ্গজেবের উত্থানের কাহিনী সিনেমার মাধ্যমে দেখানো হয়। ওই কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষ্ণনাথ কলেজ স্কুলের ইতিহাসের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল ও নিমতলা হাইস্কুলের শিক্ষক সুদীপ পাল। তাঁরা বলেন, ‘‘এই রকম দৃশ্য-শ্রাব্য মাধ্যমে শিক্ষা দেওয়ার ফলে সাধারণ পড়ুয়া তো বটেই, বিশেষ চাহিদা সম্পন্নরাও সহজে বিষয়টি আত্মীকরণ করতে পারবে। একটি প্রজেক্টরের মাধ্যমে সহজেই ‘সিনেমা ইন ক্লাস রুম’ প্রকল্পে ভাল ভাবে পড়ানো সম্ভব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement